Viral Video

দুর্বল ভেবে শিকার করতে এসেছিল, শিকারি সেই চিতাবাঘকেই পাড়াছাড়া করল পথকুকুর! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার খেড় এলাকার একটি গ্রামে মুখোমুখি হয় ওই চিতাবাঘ এবং পথকুকুর। রাস্তায় শুয়ে থাকা ওই পথকুকুরটিকে শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে চিতাবাঘটি। কিন্তু পথকুকুরের পাল্টা আক্রমণে অবস্থা কাহিল হয় চিতাবাঘটির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬
Video shows in Pune a dog chases away leopard as it attacks

কুকুর এবং চিতাবাঘের লড়াই। ছবি: এক্স থেকে নেওয়া।

দুর্বল ভেবে শিকার করতে এসেছিল। শিকারি সেই চিতাবাঘকেই হার মানাল পথকুকুর। আঁচড়ে-কামড়ে জেরবার করে দিল ভয়ঙ্কর প্রাণীটিকে। সারমেয়ের পরাক্রমের কাছে কার্যত লেজ গুটিয়ে পালাল চিতাবাঘটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোর ৫টা নাগাদ মহারাষ্ট্রের পুণের খেড় এলাকায় বিরল এবং নাটকীয় সেই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার খেড় এলাকার একটি গ্রামে মুখোমুখি হয় ওই চিতাবাঘ এবং পথকুকুর। রাস্তায় শুয়ে থাকা ওই পথকুকুরটিকে শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে চিতাবাঘটি। কিন্তু পথকুকুরের পাল্টা আক্রমণে অবস্থা কাহিল হয় চিতাবাঘটির। কুকুরের কামড়ে জেরবার হয়ে চিতাবাঘটি কোনও মতে পালিয়ে বাঁচে। পরে পথকুকুরটির এক বন্ধুও চলে আসে ঘটনাস্থলে। পথকুকুর এবং চিতাবাঘের লড়াইয়ের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘নেক্সট মিনিট নিউজ়’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার কুকুরটির সাহসিতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দেখুন, কুকুরও কতটা বিপজ্জনক হতে পারে।’’

Advertisement
আরও পড়ুন