ছবি: ইনস্টাগ্রাম।
রোলস-রয়েস ফ্যান্টম হোক বা লামবোঘিনি হুরাকেন— এ সব বিলাসবহুল গাড়ি কেনার স্বপ্ন কমবেশি সকলেরই থাকে। কিন্তু কেনার পরে পরেই যদি নিজের বা পরিবারের কারও দোষে সেই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়! কেমন লাগবে? হায়দরাবাদে ঘটা সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নতুন লামবোঘিনি হুরাকেন গাড়ির পুজো চলছে। পুজো করছেন এক মহিলা। সম্ভবত গাড়ির মালিকের মা। পাশেই মন্ত্র পড়ছেন পুরোহিত। এর পর মহিলা একটি নারকেল নিয়ে তার উপর আগুনের শিখা জ্বালিয়ে ঘোরাতে শুরু করেন। এর পর পুরোহিতের নির্দেশে আগুন নিবিয়ে জোরে মাটিতে আছড়ে দেন নারকেলটিকে। নারকেল ফেটে জল বেরিয়ে আসে। তবে নারকেলের একটি টুকরো ছিটকে গিয়ে জোরে আঘাত করে গাড়ির হেডলাইটে। সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যান মহিলা। হতবাক হয়ে যান পুরোহিতও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও নারকেলের টুকরো লেগে গাড়িটির কী ক্ষতি হয়েছে তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বর্দান_ভোগ’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা, “যখন মায়ের আশীর্বাদ গাড়ির চেয়েও শক্তিশালী হয়।” ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। প্রায় ৮০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অন্য কেউ করলে ছেড়ে কথা বলব না। তবে মা করলে আমি কোনও কথা বলব না। মায়ের জন্য এ রকম ১০০টা গাড়ি জলাঞ্জলি দিয়ে দেব।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘নিশ্চয়ই ওই গাড়িতে নারকেলের টুকরো লাগার পর মালিকের ‘মিনি হার্ট অ্যাটাক’ এসেছিল।’’ উল্লেখ্য, ভারতে একটি লামবোঘিনি হুরাকেন গাড়ির দাম ৪-৫ কোটি টাকা।