Viral Video

ভরা আদালতে মহিলা বিচারককে ‘হানি’ বলে সম্বোধন আইনজীবীর! মুখ ফস্কাতেই হাসির রোল এজলাসে, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারক এলিজাবেথ এল হ্যারিসের এজলাসে যৌন নিপীড়নের মামলা চলছিল। অভিযুক্তের কারাদণ্ডের সাজা পুনর্বিবেচনা করা নিয়ে নিজেদের মতো যুক্তি দিচ্ছিলেন আইনজীবীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৫:৪৬
Video shows Lawyer address judge by calling her honey in Colorado

—প্রতীকী ছবি।

আদালতে বিচার চলছিল। জোর সওয়াল-জবাব করছিলেন বাদী-বিবাদী পক্ষের আইনজীবীরা। তার মধ্যেই ঘটে গেল বিপত্তি। মহিলা বিচারককে ‘মহামান্য বিচারক’-এর বদলে ‘হানি’ বলে সম্বোধন করে ফেলেন এক আইনজীবী। ঘটনাটি ঘটেছে কলোরাডো স্টেটের একটি আদালতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিচারক এলিজাবেথ এল হ্যারিসের এজলাসে যৌন নিপীড়নের মামলা চলছিল। অভিযুক্তের কারাদণ্ডের সাজা পুনর্বিবেচনা করা নিয়ে নিজেদের মতো যুক্তি দিচ্ছিলেন আইনজীবীরা। তখনই এক আইনজীবী বিচারক হ্যারিসকে ‘হানি’ বলে সম্বোধন করেন। আর তার পরেই হাসির রোল ওঠে আদালতে। যদিও সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেন ওই আইনজীবী। ক্ষমা চেয়ে নেন। ওই আইনজীবী বলেন, ‘‘হে ঈশ্বর, এ আমি কী বললাম। আমি দুঃখিত। আমি জানি না এর পর কী বলব। আমি ক্ষমাপ্রার্থী।’’ যদিও বিচারক হ্যারিস সব কিছু শুনেও শান্ত ছিলেন। এর পর আবার মামলা চলতে থাকে নিজস্ব গতিতে। কিছু ক্ষণ পর আবারও ক্ষমা চান ওই আইনজীবী। তিনি বলেন, ‘‘আমি দুঃখিত। আমার ভুলের জন্য আমি লজ্জিত।’’ তখন মুখ খোলেন বিচারক হ্যারিস। বলেন, ‘‘আমি বুঝতে পারছি যে আপনি ইচ্ছা করে বিষয়টা করেননি। তবে সত্যি বলতে আপনার এই ব্যবহারে আমিও কিছুটা হতাশ।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জেএসল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার আইনজীবীকে ভবিষ্যতে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন