Viral Video

দিনে স্বামীর সঙ্গে সংসার, রাত কাটান প্রেমিকের ফ্ল্যাটে! স্ত্রীর দ্বৈত জীবন হাতেনাতে ধরলেন যুবক, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরকীয়া করতে গিয়ে স্বামীর কাছে ধরা পড়ে যাওয়া ওই বধূ দিনের বেলায় স্বামীর সঙ্গে সংসার করতেন। কিন্তু সন্ধ্যা হলেই রাতের চাকরির নামে বেরিয়ে পড়তেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১২:১৭
Video shows how a man caught wife red handed for living dual life with him and boyfriend

ছবি: এক্স থেকে নেওয়া।

দিনে তাঁর সঙ্গে সংসার করেন। চাকরির নামে ঘর থেকে বেরিয়ে রাত কাটান প্রেমিকের সঙ্গে! এই ভাবে বেশ চলছিল। একদিন স্ত্রীকে হাতেনাতে ধরে ফেললেন যুবক। তাঁর কাছে প্রকাশ্যে এল স্ত্রীর গোপন দ্বৈত জীবন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরকীয়া করতে গিয়ে স্বামীর কাছে ধরা পড়ে যাওয়া ওই বধূ দিনের বেলায় স্বামীর সঙ্গে সংসার করতেন। কিন্তু সন্ধ্যা হলেই রাতের চাকরির নামে বেরিয়ে পড়তেন। পৌঁছে যেতেন প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাটে। সেখানে রাত কাটিয়ে আবার সকালে ফিরতেন স্বামীর কাছে। কিন্তু সম্প্রতি ওই বধূর স্বামী বিষয়টি জানতে পারেন। পুলিশকে নিয়ে সটান পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। তিনি সেখানে পৌঁছোতেই মুখ চুন হয়ে যায় তাঁর স্ত্রীর। প্রথমে স্বামীকে চিনতে অস্বীকার করেন তিনি। স্বামী তাঁকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি আমার স্ত্রী নন?’’ উত্তরে মাথা নেড়ে অসম্মতি জানান বধূ। পরে চাপের মুখে সত্যি স্বীকার করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সোনি কপূর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকেই আবার ওই বধূর স্বামীর জন্য সমবেদনা প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘একদম ক্ষমা করা উচিত নয়। স্বামীর জন্য আমার খারাপ লাগছে।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘ঘোর কলিযুগ। আর কী কী দেখতে হবে কে জানে!’’

Advertisement
আরও পড়ুন