Viral Video

হাতেনাতে পরকীয়া ধরলেন স্বামী, স্ত্রীকে রাতপোশাকে আর স্ত্রীর প্রেমিককে অন্তর্বাসে হাঁটালেন রাস্তায়! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় হাঁটছেন এক তরুণী এবং এক যুবক। তরুণীর পরনে রাতপোশাক। পুরুষের শরীরে শুধুমাত্র অন্তর্বাস। দু’জনের গলায় মালা পরানো। দু’জনেরই হাত পিছমোড়া করে বাঁধা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:২০
Video shows man catches wife with another man and does something bizarre

ছবি: এক্স থেকে নেওয়া।

স্ত্রী পরে রয়েছেন রাতপোশাক। স্ত্রীর প্রেমিক রয়েছেন অন্তর্বাসে। পরকীয়া করার সময় হাতেনাতে ধরে সেই অবস্থাতেই তাঁদের রাস্তায় হাঁটালেন যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ওড়িশার পুরীতে ঘটেছে বলে খবর। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় হাঁটছেন এক তরুণী এবং এক যুবক। তরুণীর পরনে রাতপোশাক। পুরুষের শরীরে শুধুমাত্র অন্তর্বাস। দু’জনের গলায় মালা। দু’জনেরই হাত পিছমোড়া করে বাঁধা। তাঁদের সঙ্গে আরও এক যুবক হাঁটছেন। তাঁর চোখেমুখে রাগ ফুটে উঠেছে। রাস্তায় তাঁদের ঘিরে ‌ভিড় জমেছে। কেউ কেউ পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করছেন। ভিডিয়োয় দাবি করা হয়েছে, রাস্তায় হাত বেঁধে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা প্রেমিক-প্রেমিকা। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। আর তৃতীয় যুবক তরুণীর স্বামী। স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরে রাস্তায় ওই ভাবে হাঁটানোর সিদ্ধান্ত নেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। তরুণীর স্বামী সীমা লঙ্ঘন করেছেন বলেও দাবি করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘স্বামীকে ঠকানো খুব অন্যায় হয়েছে। তবে ওই যুবক তাঁর স্ত্রীকে যে ভাবে রাস্তায় হাঁটিয়েছেন সেটাও অন্যায়।’’

Advertisement
আরও পড়ুন