Viral Video

ফোন নেওয়ায় রণমূর্তি স্ত্রীর, প্রাণে মারার হুমকি স্বামীকে! কাঁপতে কাঁপতে সাহায্য চাইলেন যুবক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে রণমূর্তি ধারণ করেছেন এক তরুণী। স্বামীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছেন। জিনিসপত্র ছুড়ছেন। কাঠ এবং কাচের তৈরি একটি কাঠামো দিয়ে আঘাত করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৮
Video shows woman loses cool after husband allegedly checking her phone

ছবি: এক্স থেকে নেওয়া।

সন্দেহের বশে লুকিয়ে স্ত্রীর ফোন ঘাঁটছিলেন স্বামী। জানতে পেরেই রণমূর্তি ধারণ করলেন ওই বধূ। প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন স্বামীকে! ঘরের জিনিসপত্রও ভাঙচুর করলেন। চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে রণমূর্তি ধারণ করেছেন এক তরুণী। স্বামীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছেন। জিনিসপত্র ছুড়ছেন। কাঠ এবং কাচের তৈরি একটি কাঠামো দিয়ে আঘাত করছেন। ভিডিয়োয় স্বামীকে কাঁপতে কাঁপতে বলতে শোনা গিয়েছে, স্ত্রী তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। একই সঙ্গে সাহায্য চেয়ে দৌ়ড়োদৌ়ড়িও করতে দেখা গিয়েছে যুবককে। অন্য দিকে ওই বধূর দাবি, স্বামী তাঁর গলা টিপেছিলেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, যুবক তাঁর স্ত্রীর ফোন নিয়েছিলেন বলেই ওই পরিস্থিতি হয়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন সাংবাদিক অভিমন্যু সিংহ। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে বিস্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। নেটাগরিকদের অনেকেই ওই বধূর আচরণের সমালোচনা করে সরব হয়েছেন। আবার নেটাগরিকদের একাংশের মতে, ভিডিয়ো থেকে পুরো ঘটনা স্পষ্ট নয়। তাই কাউকেই দোষ দেওয়া ঠিক হবে না।

Advertisement
আরও পড়ুন