Viral Video

বেলা অবধি নাকে তেল দিয়ে নিদ্রা দুই কন্যার, ‘কুম্ভকর্ণের ঘুম’ ভাঙাতে ব্যান্ডপার্টি ভাড়া করলেন মা! ভাইরাল মজার ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন দুই তরুণী। চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় মগ্ন তাঁরা। এমন সময় দু’জনের ঘুম ভাঙাতে ব্যান্ডপার্টি নিয়ে উপস্থিত হলেন তাঁদের মা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০৭:৪৭
Video shows mother hires band party to wake up her two daughter

দুই কন্যার ঘুম ভাঙাতে ব্যান্ড পার্টির আয়োজন করলেন মা। ছবি: ইনস্টাগ্রাম।

বেলা অবধি ঘুমোচ্ছে দুই সন্তান। বার বার ডাকা সত্ত্বেও ওঠার নামগন্ধ নেই। তাই ‘কুম্ভকর্ণের ঘুম’ ভাঙাতে ব্যান্ডপার্টি ভাড়া করে আনলেন তাঁদের মা! ঢাক-ঢোল পিটিয়ে ঘুম ভাঙানো হল দুই সন্তানের। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিছানায় শুয়ে ঘুমোচ্ছেন দুই তরুণী। চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় মগ্ন তাঁরা। এমন সময় দু’জনের ঘুম ভাঙাতে ব্যান্ডপার্টি নিয়ে উপস্থিত হলেন তাঁদের মা। তারস্বরে বাজনা বাজাতে শুরু করে দিল ব্যান্ডপার্টি। তাতে এক জন নড়েচড়ে উঠলেও অন্য জন পাশ ফিরে আবার শুয়ে পড়লেন। কিন্তু লাগাতার ট্রাম্পেট, সানাই এবং ঢোলের আওয়াজে উঠে পড়তে বাধ্য হন তাঁরা। তার পরেই হাসিতে ফেটে পড়েন মা এবং দুই কন্যা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘণ্টা’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বছরের সেরা মা। বিপজ্জনকও বটে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আধুনিক সমস্যার জন্য আধুনিক সমাধান বার করেছেন ওই মহিলা। আমার মা তো পাখা বন্ধ করে দিয়ে চলে যায়।’’

Advertisement
আরও পড়ুন