ছবি: এক্স থেকে নেওয়া।
বলা হয়, ভালবাসা পেতে কিছু কিছু মানুষ যে কোনও সীমা অতিক্রম করতে প্রস্তুত। সেই বিষয়টিই আরও এক বার প্রমাণিত হল সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয়। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেম করে বিয়ের দাবিতে কী ভাবে একটি হাইটেনশন টাওয়ারের মাথায় চড়লেন এক তরুণ। ভাইরাল হয়েছে সেই বিপজ্জনক ঘটনার ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রাজস্থানের বেওয়ারে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজর ডট কম। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাত-পাঁচ চিন্তা না করেই একটি হাইটেনশন টাওয়ারের মাথায় উঠে পড়েছেন এক তরুণ। নির্ভীক ভাবে দাঁড়িয়ে পড়েছেন টাওয়ারের মাথায়। তাঁকে দেখতে রাস্তায় ভিড় জমে গিয়েছে। দাবি করা হয়েছে, ওই তরুণ যে টাওয়ারে উঠেছিলেন সেটি একটি নির্মীয়মাণ টাওয়ার। জানা গিয়েছে, বাড়ি থেকে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণেই ওই পদক্ষেপ করেন তরুণ। তরুণের কাণ্ডে হইচই পড়ে যায়। ভিড় জমে যায় টাওয়ারের সামনের রাস্তায়। খবর পেয়ে পুলিশও পৌঁছোয় সেখানে। অনেক ক্ষণ ধরে তাঁর সঙ্গে কথা বলার পর নিরাপদে নামিয়ে আনা হয় তাঁকে। টাওয়ারটি নির্মীয়মাণ হওয়ায় সেটিতে বিদ্যুৎ সংযোগ ছিল না। আর সে কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। যুবককে আটক করা হয়েছে বলেও খবর।
ওই যুবকের হাইটেনশন টাওয়ারে চড়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইমরান কায়ামখানি০৬’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সাড়ে পাঁচ কোটির বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। যুবকের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা। অনেকে আবার ভিডিয়োটি দেখার পর ঘটনার সঙ্গে ‘শোলে’ সিনেমায় ধর্মেন্দ্র অভিনীত বীরু চরিত্রের জলের ট্যাঙ্কে ওঠার দৃশ্যের মিল পেয়েছেন।