Viral Video

স্থানীয় যুবকের বাগ্‌দত্তাকে স্নানঘরে লুকিয়ে রেখেছেন অর্ধনগ্ন পাদরি, বাড়িতে হানা দিয়ে থ এলাকাবাসীরা! ভাইরাল ভিডিয়ো

গির্জার ওই পাদরির নাম রেভারেন্ড লুসিয়ানো ব্রাগা সিম্পলিসি। জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের অনুপস্থিতির সুযোগে তাঁর ২১ বছর বয়সি বাগ্‌দত্তাকে বাড়িতে ডেকেছিলেন লুসিয়ানো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১২:৫০
Video shows Priest hiding local youth’s fiance under bathroom sink in Brazil

ছবি: সংগৃহীত।

এক যুবকের প্রেমিকাকে বাড়িতে ডেকেছিলেন গির্জার পাদরি। খবর পেয়ে সেখানে হানা দিলেন স্থানীয় বাসিন্দারা। পাদরির বাড়িতে ঢুকেই থ হয়ে গেলেন তাঁরা। দেখলেন, বাড়ির মধ্যে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছেন পাদরি। আর ওই তরুণীকে লুকিয়ে রেখেছেন স্নানঘরে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলের গ্রোসো রাজ্যের নোভা মারিঙ্গা এলাকায়। ঘটনার পর পরই এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হয় পাদরিকে। যদিও ওই পাদরির দাবি, তরুণীকে শুধু তাঁর স্নানঘর ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নোভা মারিঙ্গা এলাকার ‘আওয়ার লেডি অফ অ্যাপারেসিডা প্যারিশ’ গির্জার ওই পাদরির নাম রেভারেন্ড লুসিয়ানো ব্রাগা সিম্পলিসি। জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের অনুপস্থিতির সুযোগে তাঁর ২১ বছর বয়সি বাগ্‌দত্তাকে বাড়িতে ডেকেছিলেন লুসিয়ানো। সেই খবর পৌঁছোয় এলাকাবাসীদের কানে। সঙ্গে সঙ্গে পাদরির বাড়িতে হানা দেন তাঁরা। লুসিয়ানো তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেন। কিন্তু এলাকাবাসীরা জোর করে ঢুকে পড়েন। দেখেন, ঘরের মধ্যে অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন লুসিয়ানো। এর পর এ ঘর-ও ঘরে ঢুঁ মেরে লুসিয়ানোর স্নানঘরের সিঙ্কের নীচে লুকিয়ে থাকতে দেখেন তরুণীকে।

প্রতিবেদন অনুযায়ী, ধরা পড়ার পর লুসিয়ানো দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বাধা দেন স্থানীয়েরা। এর পর পাদরি দাবি করেন, তরুণী কেবল তাঁর বাড়িতে স্নান করছিলেন। কিন্তু তরুণীকে গির্জার বাসভবনে নিয়ে আসার জন্য ক্ষোভপ্রকাশ করেন স্থানীয়েরা। অনেকে উদ্বেগও প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন, স্নানঘর থেকে বেরিয়ে আসার সময় ওই তরুণী কেবল শর্টস এবং টপ পরে ছিলেন। মেঝেয় বসে কাঁদছিলেন তিনি। তবে পাদরি এবং তরুণী উভয়ই ঘনিষ্ঠ হওয়ার কথা অস্বীকার করেছেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তও চালানো হচ্ছে বলে খবর।

পাদরির বাসভবনের ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এন৩ নিউজ়’ নামে এক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন