Viral Video

চারদিকে রহস্যময় চিহ্ন, ৮১ বছরের পুরনো বাঙ্কারে ঢুকে চমকে গেলেন যুবক! ভয়ও পেলেন, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জার্মানিতে এবং ওই যুবকের নাম কার্স্টেন রবার্ট। কার্স্টেন যে বাঙ্কারে ঢুকেছিলেন, সেটি ১৯৪৪ সালে তৈরি। সম্ভবত নাৎসিবাহিনী ব্যবহার করত সেই বাঙ্কার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০৮:০১
Video shows youth enters second world war era bunker and finds unusual marking

বাঙ্কারে প্রবেশ করছেন যুবক। ছবি: ইনস্টাগ্রাম।

অ্যাডভেঞ্চারের নেশায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বাঙ্কারে প্রবেশ করেছিলেন যুবক। আর ৮১ বছরের পুরনো সেই বাঙ্কারে প্রবেশ করেই চমকে গেলেন তিনি। ভয়ও পেলেন। তাঁর চোখে পড়ল অদ্ভুত কিছু যন্ত্র ও অস্বাভাবিক এবং রহস্যময় সব চিহ্ন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে জার্মানিতে এবং ওই যুবকের নাম কার্স্টেন রবার্ট। কার্স্টেন যে বাঙ্কারে ঢুকেছিলেন, সেটি ১৯৪৪ সালে তৈরি। সম্ভবত নাৎসিবাহিনী ব্যবহার করত সেই বাঙ্কার। ভিডিয়োয় দেখা গিয়েছে, কৌতূহলবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বাঙ্কারে ঢুকছেন কার্স্টেন। সিঁড়ি দিয়ে মাটির ভিতরে বেশ কিছুটা প্রবেশ করার পর বাঙ্কারের পেটে পৌঁছে যান তিনি। অন্ধকারে টর্চ জ্বালিয়ে ঘুরতে শুরু করেন। তখনই বিভিন্ন দেওয়ালে অস্বাভাবিক কিছু চিহ্ন এবং সঙ্কেত লক্ষ্য করেন কার্স্টেন। চমকে ওঠেন তিনি। এর পর মরচে পড়া বেশ কিছু অদ্ভুত যন্ত্র-দরজা এবং ক্ষয়ে যাওয়া পাইপ চোখে পড়ে তাঁর। ধ্বংসাবশেষের মধ্যে, একটি পুরনো মদের বোতলও খুঁজে পান কার্স্টেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। অদ্ভুত অথচ আকর্ষণীয় ভিডিয়োটি ইতিমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে নেটাগরিকদের।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘লস্ট হিস্ট্রি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ২৪ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি সত্যি না কৃত্রিম মেধার সাহায্যে তৈরি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন