Viral Video

শিকার নিয়ে গাছে চড়ে সিংহী-চিতাবাঘের ভয়ঙ্কর লড়াই! ডাল ভেঙে পড়ল দুই শিকারিই, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি উঁচু গাছের মগডালে চড়েছে একটি সিংহী এবং এক চিতাবাঘ। শিকারের ভাগ নিয়ে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে তাদের মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:৫৮
Video shows leopard and lioness fighting on the top of a tree and then fell on ground

সিংহী-চিতাবাঘের ধুন্ধুমার লড়াই। ছবি: এক্স থেকে নেওয়া।

শিকার নিয়ে মগডালে উঠে ধুন্ধুমার লড়াই সিংহী এবং চিতাবাঘের। ভার সহ্য করতে না পেরে ভেঙেই গেল ডাল। হুমড়ি খেয়ে মাটিতে পড়ল ভয়ঙ্কর দুই প্রাণী। তার পরেই ঘটল অদ্ভুত এক ঘটনা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি উঁচু গাছের মগডালে চড়েছে একটি সিংহী এবং এক চিতাবাঘ। শিকারের ভাগ নিয়ে ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে তাদের মধ্যে। একে অপরকে আঁচড়ে-কামড়ে জেরবার করছে। এমন সময় গাছের ডাল ভেঙে নীচে পড়ে যায় হিংস্র দুই প্রাণীই। মাটিতে আছড়ে পড়ে তারা। তবে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত ঘটনা ঘটে। রণক্ষেত্র ছেড়ে দৌড়ে পালায় চিতাবাঘটি। ভ্যাবাচ্যাকা খেয়ে তাকে দেখতে থাকে সিংহী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহের ওজন অনেক বেশি। চিতাবাঘ তুলনামূলক ভাবে হালকা। গাছে উঠে লড়াই করতে গিয়েই বিপত্তি বাধল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মজার ভিডিয়ো। এর পর ওরা আর কোনও দিন গাছে উঠে মারপিট করবে না।’’

Advertisement
আরও পড়ুন