Viral Video

চলন্ত ট্রেনের পাদানি থেকে সটান লাইনে লাফ! তরুণীর কাণ্ডে হতবাক যাত্রীরা, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত ট্রেনের কামরা থেকে বেরিয়ে পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। অন্যমনস্ক হয়ে এ দিক-ও দিক তাকাচ্ছেন। এর পর হঠাৎই ট্রেনের পাদানি থেকে রেললাইনে লাফ দেন তরুণী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৪৮
Video shows woman does strange thing while standing in gate of a train

চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার আগের মুহূর্তে তরুণী। ছবি: এক্স থেকে নেওয়া।

চলন্ত ট্রেনের কামরার ভিতর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছিলেন দরজার সামনে। এর পর সটান নেমে পড়েন পাদানিতে। আর কেউ কিছু বোঝার আগে সেখান থেকেই রেললাইনে লাফ দিলেন এক তরুণী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি চলন্ত ট্রেনের কামরা থেকে বেরিয়ে দরজার কাছে পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। অন্যমনস্ক হয়ে এ দিক-ও দিক তাকাচ্ছেন। এর পর হঠাৎই ট্রেনের পাদানি থেকে রেললাইনে লাফ দেন তরুণী। সোজা গিয়ে পড়েন দু’টি লাইনের মাঝখানে। ট্রেনটি সামনের দিকে এগিয়ে যায় নিজস্ব গতিতে। অবাক হয়ে যান তরুণীর সহযাত্রীরা। হইচই পড়ে যায় যাত্রীদের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে তরুণী বেঁচে আছেন না মারা গিয়েছেন, তা নিশ্চিত করা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জার্নালিস্ট ফতিমা’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই আবার বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। ভিডিয়োটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন