ছবি: এক্স থেকে নেওয়া।
প্রেমিকের সঙ্গে হোটেলে বুকিং সংস্থা ওয়োর কামরায় জন্মদিন পালন করছিলেন। হঠাৎ সেখানে হাজির হলেন স্বামী। হাতেনাতে ধরা যাতে না পড়েন, তার জন্য শাড়ি হাতে তুলে নিয়ে দৌড়লেন এক বধূ। পালালেন ছাদ টপকে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টি.এন.মিশ্র’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের ছাদ টপকে পালাচ্ছেন এক তরুণী। পরনের শাড়ি হাতে নিয়েই দৌড়চ্ছেন তিনি। প্রথমে ছাদের কার্নিশ থেকে ঝুলে একটি প্রাচীরে নামেন ওই তরুণী। এর পর প্রাচীর বরাবর দৌড়তে থাকেন। কিছু দূর গিয়ে প্রাচীর থেকে নেমে সামনের দিকে হনহন করে হাঁটা দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পোস্টে দাবি করা হয়েছে, ওই তরুণী তাঁর প্রেমিকের সঙ্গে ওয়োর কামরায় জন্মদিন পালন করছিলেন। কিন্তু হঠাৎই সেখানে হানা দেন তাঁর স্বামী। সঙ্গে সঙ্গে ওই তরুণী পড়িমড়ি করে সেখান থেকে পালিয়ে যান।
ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি দেখে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। হইচইও পড়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এখন পরকীয়া অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠেছে। সমাজটা যে কোন দিকে যাচ্ছে কে জানে!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ধরা পড়লে ভাল হত। আরও কিছু মজার মুহূর্ত দেখা যেত।’’