Viral Video

পাসপোর্টের ছবির সঙ্গে মিল নেই! বিমানবন্দরে দাঁড়িয়েই চড়া মেকআপ মুছলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

গত সপ্তাহে চিনা সমাজমাধ্যমে ভাইরাল হয় ভিডিয়োটি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে এক জন মহিলা ভিজে তোয়ালে দিয়ে মেকআপ মুছছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৪:৩৯
Video shows woman remove make up in airport as scanner could not recognise her

—প্রতীকী ছবি।

নিজেদের আকর্ষণীয়া দেখাতে মহিলারা মেকআপ ব্যবহার করেন। বিশেষ করে বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানে মুখে প্রসাধনী ব্যবহার করেন তাঁরা। কিন্তু এ বার প্রচুর মেকআপ করে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন এক তরুণী। তিনি এতটাই চড়া মেকআপ করেছিলেন যে, বিমানবন্দরে ‘ফেসিয়াল রিকগনিশন স্ক্যানার’ তাঁকে চিনতে ব্যর্থ হয়। অগত্যা সেখানে দাঁড়িয়েই মেকআপ তুলতে বাধ্য হন তিনি। তাঁকে দেখতে বিমানবন্দরে যাত্রীদের ভি়ড় জমে যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে চিনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

গত সপ্তাহে চিনা সমাজমাধ্যমে ভাইরাল হয় ভিডিয়োটি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দরে দাঁড়িয়ে এক জন মহিলা ভিজে তোয়ালে দিয়ে মেকআপ মুছছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন বিমানবন্দরের কর্মীরা। বিমানবন্দরের কর্তাদের ওই মহিলাকে ধমক দিতেও শোনা গিয়েছে। মুখ যাতে পাসপোর্টের ছবির সঙ্গে মেলে তার জন্য তাঁর মেকআপ মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়। এক বিমানবন্দর কর্মীকে বলতে শোনা যায়, ‘‘পাসপোর্টের ছবির মতো আপনাকে দেখতে না-হওয়া পর্যন্ত সমস্ত মেকআপ পরিষ্কার করুন। আপনি কেন এত ভারী মেকআপ করেছেন? আপনি ঝামেলা ডেকে এনেছেন।’’

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘স্টিভেন ট্যান চুই বেং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। অনেকে আবার বিমানবন্দর কর্মীদের আচরণের সমালোচনা করেও সরব হয়েছেন। নেটাগরিকদের একাংশের আবার দাবি, ঘটনাটি গত বছরের সেপ্টেম্বরে সাংহাই বিমানবন্দরে ঘটেছিল। নতুন করে ভাইরাল হয়েছে সেটি। দৃষ্টি আকর্ষণ করছে নেটাগরিকদের।

Advertisement
আরও পড়ুন