AirPod

দুবাইয়ে চুরি যাওয়া এয়ারপড এখন পাকিস্তানে! সেখানে ‘ঝড় তুলে’ যন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার করলেন যুবক

ব্রিটেনের জনপ্রিয় ইউটিউবার লর্ড মাইল্‌স। ভ্রমণ সংক্রান্ত ভ্লগ তৈরির জন্য পরিচিত তিনি। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও অনেকে। সম্প্রতি এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাইল্‌স।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৭:১৯

ছবি: সংগৃহীত।

দুবাইয়ের হোটেল থেকে চুরি গিয়েছিল এয়ারপড। এক বছর পর সেই এয়ারপডের খোঁজ মিলল পাকিস্তানে। আর তা জানতে পেরে হারিয়ে যাওয়া এয়ারপড ফিরে পেতে পাকিস্তানে গিয়ে ‘ঝড় তোলার’ কথা জানালেন ব্রিটেনের এক ইউটিউবার যুবক।

Advertisement

ব্রিটেনের ওই জনপ্রিয় ইউটিউবারের নাম লর্ড মাইল্‌স। ভ্রমণ সংক্রান্ত ভ্লগ তৈরির জন্য পরিচিত তিনি। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যাও অনেকে। সম্প্রতি এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন মাইল্‌স। সেই পোস্টে তিনি লেখেন, ‘‘আমার এয়ারপড প্রো এক বছর আগে হারিয়েছে। এখন তা পাকিস্তানে দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে কেউ সেখানে যাবে এবং আমার জিনিস ফিরিয়ে আনবে।’’ এয়ারপডগুলির বর্তমান অবস্থান পাকিস্তানের কোথায়, তা দেখিয়েও স্ক্রিনশট শেয়ার করেছেন মাইল্‌স।

পরে অন্য একটি পোস্ট করে মাইল্‌স আবার স্পষ্ট করেন যে, গত বছর এয়ারপডগুলি দুবাইয়ের হোটেল থেকে চুরি হয়ে গিয়েছিল। কিন্তু লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে, রহস্যজনক ভাবে এখন সেগুলি পাকিস্তানে রয়েছে। সেই পোস্টে আবার মাইল্‌স লিখেছেন, ‘‘দুবাইয়ের হোটেল থেকে চুরি হয়েছিল। এখন পাকিস্তানে। আমি ‘লস্ট মোড’ চালু করেছিলাম। কেউ আমার এয়ারপড ব্যবহার করছে এবং আমার কাছে নোটিফিকেশন এসেছে। আমি এক জন পুলিশ অফিসারকে ডেকে এলাকায় তল্লাশি চালাব। আমার এয়ারপড ফিরিয়ে আনব। সব ভিডিয়ো করে রাখব। চোরেদের পছন্দ করি না!’’ একই সঙ্গে হলিউড অভিনেতা লিয়াম নেসনের একটি ছবি পোস্ট করেছেন মাইল্‌স। এয়ারপড ফিরিয়ে আনতে পাকিস্তানে গিয়ে ঝড় তোলার অঙ্গীকারও নিয়েছেন।

মাইলসের পোস্টগুলি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও সেই পোস্টগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। পোস্টগুলি দেখে নেটাগরিকদের একাংশের দাবি, নিছকই মজার ছলে পোস্টগুলি করেছেন মাইল্‌স। সেগুলি ফেরত পেতে তিনি মোটেও পাকিস্তানে যাবেন না বা কাউকে পাঠাবেন না। এক নেটাগরিক মাইলসের পোস্ট দেখে মজা করে লিখেছেন, ‘‘এত কষ্ট করার থেকে নতুন এক জোড়া এয়ারপড কিনে নেওয়া সহজ এবং সস্তা হবে না?’’

Advertisement
আরও পড়ুন