Viral Video

অ্যাম্বুল্যান্সের উপর চটুল নাচ তরুণীর! নীচ থেকে উল্লাস জনতার, ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্ক, হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা দিয়েছে, একটি অ্যাম্বুল্যান্সের মাথায় চড়ে নাচছেন এক তরুণী। তরুণীর পরনে কমলা রঙের ঘাঘরা-চোলি। ভোজপুরি গানের তালে তালে কোমর দোলাচ্ছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ১৫:৪০
Video shows woman dancing on the top of ambulance creates controversy

ছবি: এক্স থেকে নেওয়া।

মাঝেমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় অ্যাম্বুল্যান্সের হাহাকার দেখা যায়। অ্যাম্বুল্যান্সের অভাবে রোগীমৃত্যুর নজিরও কম নেই দেশে। কিন্তু এ বার সেই জরুরি চিকিৎসাযানের মাথায় চড়েই নাচতে দেখা গেল এক তরুণী নর্তকীকে। আর নীচে থেকে উল্লাস করলেন উন্মত্ত জনতা। চাঞ্চল্যকর সেই ঘটনাটি বিহারে ঘটেছে বলে খবর। অ্যাম্বুল্যান্সের উপর তরুণীর চটুল নাচের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা দিয়েছে, একটি অ্যাম্বুল্যান্সের মাথায় চড়ে নাচছেন এক তরুণী। তরুণীর পরনে কমলা রঙের ঘাঘরা-চোলি। ভোজপুরি গানের তালে তালে কোমর দোলাচ্ছেন তিনি। একই সঙ্গে বাজছে অ্যাম্বুল্যান্সের হুটার। আর তরুণীর সেই নাচ দেখে নীচ থেকে জনতার উল্লাস শোনা যাচ্ছে। অ্যাম্বুল্যান্সের চালকের প্রাথমিক দায়িত্ব জীবন বাঁচানো, আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে তিনিও গাড়ির মধ্যেই বসে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি একাধিক এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ‘সুজিত যাদব’ নামে একটি এক্স হ্যান্ডল থেকেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। সমালোচনার ঝড়় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকদের একাংশ। জরুরি পরিষেবা যানের অপব্যবহারের নিন্দা করেছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন বিহারের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়েও। ওই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হয়েছেন কেউ কেউ। বিহারের অনেক ছোট গ্রাম, এমনকি শহর এলাকার মানুষও প্রায়শই অ্যাম্বুল্যান্সের ঘাটতির অভিযোগ করেন। তাই সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়োটি সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন