Bizarre

২০ মিনিট ধরে ফ্রিজে আটকে তরুণী! জুতোর শব্দ শুনে উদ্ধার ডেলিভারি কর্মীর, পুরস্কারে সংস্থার আংশিক মালিকানা পেলেন তরুণ

নিরাপত্তার নিয়ম অবহেলা করে পণ্য সরানোর জন্য একাই ফ্রিজের ভিতরে ঢুকে পড়েছিলেন তরুণী। জিনিসপত্র ফ্রিজের ভিতরে নিয়ে যাওয়ার পর দরজা শক্ত করে বন্ধ করে দেন তিনি। কিন্তু সেটি আর খুলতে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫
Woman who locked in freezer saved by delivery rider

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

‌পণ্য রাখার বিশাল ফ্রিজের মধ্যে আটকে পড়েছিলেন এক তরুণী। প্রায় ২০ মিনিট ধরে হাড়কাঁপানো ঠান্ডায় প্রায় জমাট বেঁধে প্রাণ সংশয় হয়ে পড়েছিল তাঁর। চিৎকার করলেও গলার স্বর কারও কানে পৌঁছোয়নি। শেষমেশ এক সরবরাহকারী কর্মী এসে তাঁকে উদ্ধার করেন। কৃতজ্ঞতাবশত তাঁকে তরুণী এমন প্রস্তাব দিয়েছেন যা শুনে অবাক হয়ে গিয়েছেন উদ্ধারকারী। ঘটনাটি চিনের হুনান প্রদেশের।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চেন নামের ওই তরুণী হিমায়িত পণ্য সরবরাহের একটি সংস্থার মালিক। তিনি গত ৩১ অগস্ট সন্ধ্যায় ফ্রিজ খুলে একাই পণ্য বাছাইয়ের কাজ করছিলেন। ফ্রিজের মূল দরজা ছাড়াও একটি ছোট দরজা আছে। নিরাপত্তার নিয়ম অনুযায়ী ছোট দরজা দিয়ে পণ্য পরিবহণের করার জন্য দু’জন ব্যক্তির প্রয়োজন। চেন জানিয়েছেন সে দিন তিনি নিরাপত্তার নিয়ম অবহেলা করে পণ্য সরানোর জন্য একাই ফ্রিজের ভিতরে ঢুকে পড়েছিলেন। জিনিসপত্র ফ্রিজের ভিতরে নিয়ে যাওয়ার পর, দরজা শক্ত করে বন্ধ করে দেন তিনি।

কাজ শেষ করার পর তিনি বুঝতে পারেন যে দরজা খোলা যাচ্ছে না। আপৎকালীন সুইচটিও নষ্ট হয়ে গিয়েছে। চেনের সঙ্গে কোনও ফোনও ছিল না। ২০ বর্গমিটারের তালাবন্ধ ফ্রিজটি অফিসের মূল প্রবেশপথ থেকে বেশ কিছুটা দূরে ছিল। তাই হাজার চিৎকারেও চেনের গলার শব্দ পৌঁছোয়নি কারও কানে। হতাশ হয়ে চেন একটি ভারী বাক্স তুলে দরজায় ঠুকতে শুরু করেন। তাতেও লাভ হয়নি। ২০ মিনিট ২০ ডিগ্রি হিমাঙ্কের নীচে তাপমাত্রায় থাকার পর চেন কারও পায়ের শব্দ শুনে জুতো দিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকেন। ভাগ্যক্রমে ডেলিভারি রাইডার লিউ জু, চেনের সাহায্যের ডাক শুনতে পান।

জু বার করে আনার পর কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে পড়েন চেন। দু’ঘণ্টা পরে সুস্থ হয়ে উঠে তিনি জুকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রাণ বাঁচানোর পুরস্কার হিসাবে জুকে একটি কলম, ফুল ও সংস্থার কিছু শেয়ার উপহার দেন চেন। তরুণী জানিয়েছেন, জু যদি তাঁর আওয়াজ না শুনতে পেতেন তা হলে তিনি জমাট বেঁধে মারা যেতে পারতেন। জু শুধু চেনের জীবনই রক্ষা করেননি তাঁর গোটা পরিবারকে রক্ষা করেছেন।

Advertisement
আরও পড়ুন