viral video

‘ভারতীয়দের গ্রহণ করে না আমেরিকা’, দেশে ফিরতে চেয়ে সমাজমাধ্যমে কান্নায় ভেঙে পড়লেন তরুণ! ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবার সরবরাহ করতে গিয়ে গ্রাহকের কাছে কান্নাভেজা গলায় আর্তি জানাচ্ছেন এক তরুণ। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি ফিরে যেতে চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৬
an Indian man was seen breaking down over the struggles

ছবি: সংগৃহীত।

আমেরিকায় থাকার শখ মিটে গিয়েছে। দেশে ফেরার জন্য আকুল হয়ে পড়েছেন তিনি। সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়োয় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে এক ভারতীয় তরুণকে। বিদেশে বসবাসের জন্য সংগ্রাম করতে করতে ক্লান্ত ও হতাশ হয়ে তিনি দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ভাইরাল হয়েছে ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবার সরবরাহ করতে গিয়ে গ্রাহকের কাছে কান্নাভেজা গলায় আর্তি জানিয়েছেন ওই তরুণ। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি ফিরে যেতে চাই। আমেরিকার নাগরিকেরা বিদেশিদের গ্রহণ করতে চান না। আপনি ভাল, তাই আমার সঙ্গে কথা বলছেন। কিন্তু অনেকেই রয়েছেন যাঁরা অভিবাসীদের সঙ্গে কথা বলতেও পছন্দ করেন না।’’ এই কথা বলতে বলতে তাঁর গলা কেঁপে উঠেছে। তিনি আরও জানান, বিদেশি হওয়ার কারণে তাঁকে বহু বার অপমানিত হতে হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভিডিয়োর ওই তরুণ আমেরিকায় খাবার সরবরাহকারী সংস্থায় কাজ করেন। স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে আমেরিকায় জীবন সংগ্রাম করে চলেছেন বলে দাবি করেছেন ওই তরুণ। বছরের পর বছর চেষ্টা করার পরেও তাঁর মনে হয়েছে আমেরিকানদের কাছে তাঁরা অবহেলাই পেয়ে এসেছেন। তিনি দেশে ফিরতে চাইলেও তাঁর দুই মেয়ে ও স্ত্রী দেশে ফিরতে চান না।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘ডোন্টঅ্যাডোরইউ’ অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর তা বহু নেটাগরিকের নজর কেড়েছে। তরুণের অকপট স্বীকারোক্তিতে অনেকেই তাঁকে সহানুভূতি জানিয়েছেন। বহু নেটমাধ্যম ব্যবহারকারীই উন্নত জীবনের সন্ধানে বিদেশে পাড়ি জমানো অভিবাসীদের মানসিক ও সাংস্কৃতিক টানাপড়েনের কথা স্বীকার করেছেন। ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২৫ হাজার নেটগরিক ভিডিয়োটি লাইক করেছেন। প্রচুর মন্তব্য জমা পড়েছে সেখানে।

Advertisement
আরও পড়ুন