ছবি: সংগৃহীত।
ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝুলে পড়লেন এক মহিলা। অটোর মধ্যে তিন জন ব্যক্তি তাঁর টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করতেই তিনি চলন্ত অটো থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। পঞ্জাবের লুধিয়ানার জাতীয় সড়কে এ ভাবেই অটো থেকে ঝুলতে দেখা গিয়েছে মহিলাকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পথচলতি এক গাড়ির আরোহীর ক্যামেরায় ধরা পড়েছে ভয় ধরানো সেই ভিডিয়োটি। ভিডিয়োয় দেখা গিয়েছে এক মহিলা যাত্রী চলন্ত অটো থেকে হঠাৎ করেই বেরিয়ে নেমে পড়ার চেষ্টা করছেন। তাঁর একটি পা বেরিয়ে রাস্তা ছুঁয়ে ফেলার উপক্রম করছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই মহিলার নাম মীনা কুমার। ফিল্লৌর থেকে বাস ধরার জন্য জলন্ধর বাইপাস থেকে একটি অটোয় উঠেছিলেন। চালক ছাড়াও আরও দুই যাত্রী অটোয় ছিলেন। শীঘ্রই, মহিলা বুঝতে পারেন যে চালক-সহ তিন জনই ছিনতাইকারী। গন্তব্যে পৌঁছোনোর পথে পিছনের সিটে বসা এক জন ছিনতাইকারী অটোচালককে গাড়ির গতি কমাতে বলে। তার পর পিছনের সিটে বসা দু’জন মীনাকে কাবু করার চেষ্টা করে। মীনার হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ভয় দেখায় দুষ্কৃতীরা।
উপায়ন্তর না দেখে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে অটো থেকে ঝুলে পড়েন মীনা। সাহায্যের জন্য তারস্বরে চিৎকার করতে থাকেন। অটো থেকে তাঁকে ঝুলতে দেখে পথচারীরা মীনার সাহায্যে এগিয়ে আসেন। অভিযুক্তদের ধরে ফেলেন তাঁরা। এক জন ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডল ‘আরশিবশঙ্কর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর কয়েক হাজার বার দেখা হয়েছে। ভাইরাল ভিডিয়োটি দেখে প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।