ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
প্রেমিকাকে নিয়ে বাইক সফরে বেরিয়েছেন তরুণ। তবে বাইক চালানোর মাঝে প্রেমে কোনও ফাঁকি পড়ছে না যুগলের। বাইকের ট্যাঙ্কের উপর বসে রয়েছেন তরুণী। প্রেমিকের মুখোমুখি বসে তাঁকে সাপের মতো জড়িয়ে ধরেছেন তিনি। তরুণও তাঁর মনের মানুষের সঙ্গে উদ্দাম প্রেমে ভাসতে ভাসতে ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভাদোহি ওয়াল্লাহ্’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চলন্ত বাইকে এক যুগল একে অপরকে সাপের মতো জড়িয়ে রয়েছেন। হেলমেট পরে বাইক চালাচ্ছেন তরুণ। বাইকের ট্যাঙ্কের উপর তরুণের মুখোমুখি বসে রয়েছেন তাঁর প্রেমিকা।
তরুণের কোলে উঠে হাত-পা দিয়ে প্রায় সাপের মতো প্রেমিককে জড়িয়ে রয়েছেন তরুণী। কখনও প্রেমিকের বুকে মাথা রাখছেন। কখনও আবার হেসে গড়িয়ে পড়ছেন তিনি। ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের রাম গরতাল এলাকার। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে উত্তরপ্রদেশ পুলিশের। তদন্ত শুরু করে পুলিশ। খোঁজ নিয়ে বাইকচালকের কাছ থেকে জরিমানা হিসাবে আড়াই হাজার টাকার চালান কাটা হয় বলে জানা গিয়েছে।