SIR in West Bengal

‘এসআইআর মানি না’! হয়রানির অভিযোগ তুলে বাদুড়িয়ায় জনতার বিক্ষোভ, যানজট

বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ৬৯ নম্বর বুথের ভোটারদের অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। তাঁরা জানিয়েছেন, তথ্য ঠিক দেওয়া হয়েছে, গণনাপত্র ঠিক ভাবে পূরণ করেছেন। তার পরেও ডাক পড়ছে শুনানিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:৫৩
SIR

বাদুড়িয়ায় এসআইআরের বিরুদ্ধে বিক্ষোভ। —নিজস্ব ছবি।

বুথে ভোটার সংখ্যা প্রায় ৯০০। তাঁদের মধ্যে ৪৭৫ জনকেই ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করলেন। উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়ার ঘটনা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে রবিবার সকাল থেকে এ নিয়ে উত্তেজনা এলাকায়। উঠল ‘এসআইআর মানি না’ স্লোগান।

Advertisement

বাদুড়িয়ার শিমুলতলা এলাকার ৬৯ নম্বর বুথের ভোটারদের অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হয়রানি করছে নির্বাচন কমিশন। তাঁরা জানিয়েছেন, তথ্য ঠিক দেওয়া হয়েছে, গণনাপত্র ঠিক ভাবে পূরণ করেছেন। তার পরেও নানা কারণ দর্শিয়ে শুনানিতে ডাকা হচ্ছে। ৯০০ ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ভোটারের তথ্যে কী ভাবে গোলমাল হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এ নিয়ে বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ করেন সকলে। টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়া হয়। এক বিক্ষোভকারীর কথায়, ‘‘কাজকর্ম ছেড়ে যখন তখন কী ভাবে শুনানির জন্য লাইনে দাঁড়াব?’’

ইফাজ মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা জানান, তাঁর চেনাজেনা প্রায় প্রত্যেকে শুনানির নোটিস পেয়েছেন। তিনি বলেন, ‘‘সমস্যা এখানেই শেষ নয়, কাজকর্ম বাদ দিয়ে মানুষ শুনানিতে যাচ্ছেন। কিন্তু কাগজপত্র সব ফেরত দিয়ে বলা হচ্ছে আবার যেতে হবে। সাধারণ খেটে খাওয়া মানুষ কত বার যাবে? একদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। আর নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে খেটে খাওয়া মানুষদের হয়রানি করছে। আমরা আর এসআইআর মানি না।’’ ফিরোজ মণ্ডল নামে আর এক যুবক বলেন, ‘‘এসআইআরের নামে নির্বাচন কমিশনের সাধারণ মানুষকে হয়রানি করছে। নির্বাচন কমিশনের এই খামখেয়ালিতে কাজ বন্ধ করে দরজায় দরজায় ঘুরতে হবে! অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে।’’

রবিবার প্রায় ২ ঘণ্টা অবরোধ চলার পর বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। তার পর অবরোধ ওঠে। ধীরে ধীরে যানজট কাটে।

Advertisement
আরও পড়ুন