Bangladeshi Voters Row

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ ফেরার হিড়িক অব্যাহত, শুক্রবারেও প্রায় ২০০ জন ভারত ছাড়ার চেষ্টায়

শুক্রবার হাকিমপুর সীমান্তে দেখা গিয়েছে প্রায় দুশো মানুষ ব্যাগপত্র নিয়ে সীমান্তে এ ধারে বসে রয়েছেন। বিএসএফের প্রহরায় সকলে অপেক্ষার প্রহর গুনছেন। বেশির ভাগ মানুষজনই কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৩:৪৪
Bangladeshi Voters Row

সীমান্ত পার হওয়ার অপেক্ষায়। শুক্রবার হাকিমপুরে। —নিজস্ব চিত্র।

গত ২৭ অক্টোবর ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা ইস্তক উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা দিয়ে প্রতি দিন প্রচুর মানুষ বাংলাদেশ ফিরে যাচ্ছেন। বস্তুত, ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ‘অনুপ্রবেশকারীদের’ আনাগোনা থাকলেও হাকিমপুর সীমান্ত দিয়ে গত কয়েক দিনে বাংলাদেশে ঢোকার চেষ্টা সবচেয়ে বেশি প্রত্যক্ষ করা গিয়েছে।

Advertisement

শুক্রবারও সীমান্তে দেখা গেল বাংলাদেশিদের ভিড়। তাঁরা স্বীকার করে নিচ্ছেন অবৈধ ভাবে এ দেশে ঢুকেছিলেন। রুজিরুটির আশায় বাড়ি ছেড়েছিলেন। এখন আবার বাড়ি ফিরতে মরিয়া সকলে।

হাকিমপুর সীমান্তে দেখা গিয়েছে প্রায় দুশো মানুষ ব্যাগপত্র নিয়ে সীমান্তে এ ধারে বসে রয়েছেন। বিএসএফের প্রহরায় সকলে অপেক্ষার প্রহর গুনছেন। বেশির ভাগ মানুষজনই কোনও মন্তব্য করতে চাননি। যদিও এটুকু পরিষ্কার যে, তাঁরা সকলে পশ্চিমবঙ্গ তথা ভারতে অবৈধ ভাবে বসবাস করছিলেন।

বৃহস্পতিবার সকাল থেকে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি সংবাদমাধ্যমের ভুল খবর সম্প্রচারের কারণে আতঙ্ক ছড়িয়েছে। সে নিয়ে বিক্ষোভও দেখান স্থানীয়েরা। অভিযোগ, সংবাদমাধ্যমের কয়েক জন কর্মীকে মারধরও করা হয়।সেই ঘটনার পর শুক্রবার যাঁরা সীমান্ত পার হতে চাইছেন, তাঁরা সকলেই প্রায় মুখে কুলুপ এঁটেছেন। অনেকেই সপরিবার সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন।

Advertisement
আরও পড়ুন