Crocodile Recovered in Patharpratima

মাছেরা এমন করছে কেন? খুঁজতে গিয়ে আঁতকে উঠলেন খোকন, ফের পাথরপ্রতিমার গ্রামে কুমির-আতঙ্ক

গৃহস্থের জলাশয় থেকে পর পর কুমির উদ্ধারের ঘটনায় শোরগোল পাথরপ্রতিমার গ্রামে। কেন বার বার এই ঘটনা ঘটছে, চিন্তায় বাসিন্দারা। গত এক মাসে এলাকার দু’টি পুকুরে এ নিয়ে তিন বার কুমির ধরা পড়ল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৫:০৪
Crocodile

আবার কুমির উদ্ধার পাথরপ্রতিমায়। —নিজস্ব চিত্র।

আবার পুকুরে মিলল কুমির। ঘটনাস্থল সেই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা। পুকুর থেকে নদীর বাসিন্দার পর পর উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় দিন চারেক আগেই ১২ ফুটের কুমির উদ্ধার হয়েছিল। এ বার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরীনগর সংলগ্ন এলাকার বাসিন্দা খোকন বেরার পুকুর থেকে দৈত্যাকার কুমির উদ্ধার হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে খোকনবাবু পুকুরে গিয়ে দেখেন মাছেরা অস্বাভাবিক আচরণ করছে। কাছাকাছি গিয়ে তিনি দেখেন বিশাল এক কুমির পুকুরে মৎস্যশিকারে ব্যস্ত। তিনি চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাতে এলাকার লোকজন জড়ো হয়ে যায়। খবর যায় ভাগবতপুর রেঞ্জের বন দফতরের অফিসে। বনকর্মীরা এসে ‘বেরার পুকুর’ জাল দিয়ে ঘিরে ফেলেন। বৃহস্পতিবার রাতভর অভিযান চলে পুকুরে। কিন্তু কোনও ভাবেই বাগে আনা যায়নি কুমিরটিকে। শেষমেশ শুক্রবার সকালে চারটি পাম্প বসিয়ে পুকুরের জল কমানো হয়। তার পর কুমিরটিকে উদ্ধার করে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্বাস্থ্যপরীক্ষা করা হবে।

অন্য দিকে, গৃহস্থের জলাশয় থেকে পর পর কুমির উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে পাথরপ্রতিমার গ্রামে। কেন বার বার এই ঘটনা ঘটছে, চিন্তায় বাসিন্দারা। গত এক মাসে এলাকার দু’টি পুকুরে এ নিয়ে তিন বার কুমির ধরা পড়ল। প্রতি বার বন দফতর সেটিকে ধরতে সক্ষম হয়েছে। কারও ক্ষতিও হয়নি। কিন্তু কুমিরের পুকুরে ঢোকার ঘটনায় উদ্বেগে বনকর্তারাও।

Advertisement
আরও পড়ুন