TMC Leader Arrest in Bagda

৯ বছরের বালিকাকে যৌন হেনস্থা, অভিযোগে বাগদায় ৭৪ বছর বয়সি প্রাক্তন তৃণমূল নেতা গ্রেফতার

৭৪ বছরের প্রতিবেশী দাদু খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৫০

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খাবারের লোভ দেখিয়ে বছর নয়ের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার ৭৪ বছর বয়সি বৃদ্ধ। রবিবার এই ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। ধৃত সম্পর্কে মেয়টির দাদু হন। এক সময়ে তিনি তৃণমূলের বুথ সভাপতিও ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় নাবালিকার পরিবারের তরফে বাগদা থানায় লিখিত অভিযোগ করা হয়। জানানো হয়, ৭৪ বছরের প্রতিবেশী দাদু খাবারের লোভ দেখিয়ে ৯ বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য দিকে, অভিযুক্তের সঙ্গে তৃণমূলের নাম জড়িয়ে পড়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে। কোনও রং না দেখে পদক্ষেপ করেছে প্রশাসন। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। বাগদা পশ্চিম ব্লক তৃণমূলের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, ‘‘বয়সজনিত কারণে অভিযুক্ত এখন তৃণমূল সঙ্গে তেমন ভাবে যুক্ত নন। আইন আইনের পথে চলবে। তিনি দোষী হলে পুলিশ ব্যবস্থা নেবে।’’ যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

Advertisement
আরও পড়ুন