Dholahat Murder Case

ব্লেড দিয়ে নাবালক পুত্র এবং স্ত্রীর গলা কেটে পলাতক স্বামী! জোড়া খুনে দক্ষিণ ২৪ পরগনার গ্রামে চাঞ্চল্য

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা। সন্দেহ করা হচ্ছে, প্রথমে স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত। তার পর ব্লেড দিয়ে গলা কেটে দেন দু’জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১০:৪৮
Dholahat Murder Case

—প্রতীকী চিত্র।

স্ত্রী এবং ছেলেকে খুনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। জোড়া খুনের অভিযোগে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনায় ঢোলাহাট থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।

Advertisement

মৃত মহিলার নাম মনোয়ারা বিবি (৪০) এবং আনোয়ার হালদার (৭)। রবিবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভিতর রক্তাক্ত দুটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ঢোলাহাট থানার পুলিশ।

মা-ছেলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা। মৃতদের পরিবারের বেশ কয়েক জন সদস্যকে তদন্তের স্বার্থে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। কী কারণে এই খুন, কেমন ছিল স্বামী-স্ত্রীর সম্পর্ক, এ সব জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা। সন্দেহ করা হচ্ছে, প্রথমে স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত। তার পর ব্লেড দিয়ে গলা কেটে দেন দু’জনের। অভিযুক্তের খোঁজে নানা জায়গায় তল্লাশি চলছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘‘এখনই খুনের সঠিক কারণ জানা যায়নি। ব্যক্তিগত শত্রুতা, গার্হস্থ্য হিংসা না কি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন