Eve teaser arrested

উল্টোরথের মেলায় মহিলাদের কটূক্তি, প্রতিবাদীকে বেধড়ক মার, কুলতলি এলাকায় গ্রেফতার দুই

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শফিকুল লস্করের মাথায় ইট দিয়েও আঘাত করা হয়। ভিড়ের মধ্যে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় রথ কমিটির স্বেচ্ছাসেবকদের। ইটের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন শফিকুল।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১০:৫৮
attack

—প্রতীকী চিত্র।

মেলার ভিড়ে মহিলাদের সঙ্গে অসভ্যতা করছিলেন কয়েক জন যুবক। তার প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত হলেন এক যুবক। শনিবার সন্ধ্যার পরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মধুসূদনপুর এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, উল্টোরথের শোভাযাত্রার সময় ভাটার মোড়ে ভিড় হয়েছিল। সেখানে রথ কিছু ক্ষণ দাঁড়িয়েছিল। ওই সময় চার যুবক শোভাযাত্রা দেখতে আসা মহিলাদের উদ্দেশে কটূক্তি করতে শুরু করেন। এহেন পরিস্থিতিতে প্রতিবাদ করেন রথ কমিটির সদস্য শফিকুল লস্কর। কিন্তু চার যুবক ঘিরে ধরে শফিকুলকে মারধর শুরু করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শফিকুলের মাথায় ইট দিয়েও আঘাত করা হয়। ভিড়ের মধ্যে পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় রথ কমিটির স্বেচ্ছাসেবকদের। ইটের আঘাতে রাস্তায় লুটিয়ে পড়েন শফিকুল। পরে রথ কমিটির সদস্যেরা কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসার পর খানিক সুস্থ হয়ে শফিকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেথে পুলিশ। বাকি দু’জনের খোঁজ চলছে।

এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকা। ধর্মীয় অনুষ্ঠানের মাঝে চার যুবকের এমন আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অনেকেই রাস্তায় নেমে অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন