SIR related Death Allegation

নথির ফোটোকপি করাতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ প্রৌঢ়, ফের ‘এসআইআর ঘটিত মৃত্যু’ পশ্চিমবঙ্গে

পুলিশ প্রৌঢ়কে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৫:২৫

ছবি: এআই সহায়তায় প্রণীত।

আবার ‘এসআইআর ঘটিত’ মৃত্যু! ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুর এলাকা। অভিযোগ, এনুমারেশন ফর্মের ফোটোকপি করাতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হন প্রদীপকুমার দাস নামে এক প্রৌঢ়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে মল্লিকপুর মোড়ে একটি ফোটোকপির দোকানে হাজির হয়েছিলেন প্রদীপ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য কিছু নথিপত্রের ফোটোকপি করিয়ে রাখা প্রয়োজন বলে মনে হয়েছিল তাঁর। ওই একই কাজের জন্য আরও অনেকে সংশ্লিষ্ট দোকানে হাজির হয়েছিলেন। দীর্ঘ লাইন হয়ে যায়। তাতে দাঁড়িয়ে ছিলেন ওই প্রৌঢ়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকা প্রদীপ মাথা ঘুরে পড়ে যান। তাঁকে তুলে সুস্থ করার চেষ্টা করা হয়।

এর মধ্যে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ পৌঁছে যায়। পুলিশই প্রৌঢ়কে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছে মারা গিয়েছেন ওই ব্যক্তি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের ময়নাতদন্ত হবে।

অন্য দিকে, স্থানীয়দের দাবি, এনুমারেশন ফর্ম এবং অন্যান্য সরকারি নথির ফোটোকপি করানোর জন্য প্রতিদিনই বিশাল ভিড় হচ্ছে দোকানে। মানসিক চাপ, গরম এবং লাইনে দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পুলিশ এই মৃত্যুর তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন