Crime

মাকে ধর্ষকের হাত থেকে বাঁচাল ৫ বছরের মেয়ে, অভিযুক্তকে হরিয়ানায় গ্রেফতার করল ডায়মন্ড হারবার পুলিশ

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার আমড়াতলা এলাকায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবতী। স্থানীয় এক যুবক তাঁদের পথ আটকান। মেয়ের সামনে ধর্ষণে চেষ্টা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১০:০৫
Rape Case

—প্রতীকী চিত্র।

ধর্ষণের চেষ্টার অভিযোগে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনার এক যুবককে। অভিযোগ, এক বধূকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি। লোক জানাজানি হওয়ার পরে পালিয়েছিলেন ভিন্‌রাজ্যে। খোঁজ পেয়ে হরিয়ানা থেকে তাঁকে পাকড়াও করে এনেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার আমড়াতলা এলাকায় মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবতী। স্থানীয় এক যুবক তাঁদের পথ আটকান। অভিযোগ, নির্জন এলাকায় বধূকে ধর্ষণের চেষ্টা করেন তিনি।

মাকে বাঁচাতে পাঁচ বছরের মেয়ে দৌড়ে যায় গ্রামের দিকে। সে লোকজন ডেকে আনে। স্থানীয়েরা ছুটে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান। ওই ঘটনার বিবরণ দিয়ে মগরাহাট থানায় লিখিত অভিযোগ করেন ৩১ বছরের বধূ। ঘটনার তদন্তে নেমে ডায়মন্ড হারবার পুলিশ জেলা প্রযুক্তির সাহায্য নিয়ে অভিযুক্তকে খুঁজে পায়। গুরুগ্রাম থেকে গ্রেফতার করে আনা হয় যুবককে। মঙ্গলবার আদালতে হাজির করানো হলে ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে বলেন, “ঘটনায় নির্যাতিত মহিলা ও তাঁর ছোট মেয়ে দু’জনেই যে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এটা প্রশংসনীয়। পুলিশও দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিয়েছে।” তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। পুলিশ গুরুত্বের সঙ্গে অভিযোগ খতিয়ে দেখছে। বর্তমানে ওই বধূ ও তাঁর পরিবারের নিরাপত্তার দিকেও খেয়াল রাখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন