Chitfund in Madhyamgram

চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত ‘প্রতারক’কে হাতেনাতে ধরল জনতা! চাঞ্চল্য মধ্যমগ্রামে, ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার পুলিশের

অভিযোগ, গত বেশ কিছু বছর ধরেই এলাকার বহু মানুষ, বিশেষত মহিলাদের কাছ থেকে চিটফান্ডের নামে টাকা তুলতেন বাদল। স্ট্যাম্প মারা খাতায় সেই টাকার হিসাব লিখে এলাকার মানুষের আস্থাও অর্জন করেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৫
অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।

অভিযুক্তকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। — নিজস্ব চিত্র।

চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত প্রতারক হাতেনাতে ধরে ফেললেন গ্রাহকেরা! সোমবার দুপুরের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। টাকা ফেরতের দাবিতে বাদল কর্মকার নামে ওই যুবককে আটকে রেখে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখিয়েছেন বহু মানুষ। শেষমেশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তকে।

Advertisement

অভিযোগ, গত বেশ কিছু বছর ধরেই এলাকার বহু মানুষ, বিশেষত মহিলাদের কাছ থেকে চিটফান্ডের নামে টাকা তুলতেন বাদল। স্ট্যাম্প মারা খাতায় সেই টাকার হিসাব লিখে এলাকার মানুষের আস্থাও অর্জন করেছিলেন তিনি। বাদলকে বিশ্বাস করে অনেকে তাঁদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তাঁর হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু বিপত্তি বাধে কয়েক মাস আগে। টাকা ফেরত চাইতেই সমস্যায় পড়েন গ্রাহকেরা। অভিযোগ, পরিস্থিতি জটিল হয়ে উঠতেই আচমকা একদিন বেপাত্তা হয়ে যান বাদল। এলাকায় বাড়তে থাকে ক্ষোভ।

স্থানীয়দের দাবি, সোমবার এক সংস্থার অফিসে মুখে মাস্ক পরা অবস্থায় বাদলকে দেখতে পান এক গ্রাহক। তিনিই বাকিদের খবর দেন। কিছু ক্ষণের মধ্যে বহু মানুষ ওই চত্বরে জড়ো হয়ে যান। তাঁরাই হাতেনাতে ধরে ফেলেন বাদলকে। টাকা ফেরতের দাবিতে ওই যুবককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মধ্যমগ্রাম থানার পুলিশ। কোনও মতে বাদলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের সমস্ত অভিযোগ এবং টাকার হিসাব খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই প্রতারণার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছেন কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

Advertisement
আরও পড়ুন