Body Found in Duttapukur

কাটা মুন্ডুর খোঁজে খালে নামল ডুবুরি, দত্তপুকুরে খুন হওয়া যুবকের পরিচয় এখনও জানা যায়নি

কাটা মুন্ডুর খোঁজে বিভিন্ন দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবার এলাকার ছুটি খালে ডুবুরি নামিয়ে মুন্ডুর খোঁজ করেন তদন্তকারীরা। মঙ্গলবারও একই ভাবে খালে ডুবুরি নামানো হল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৯
Search operation still going in Dattapukur case

কাটা মুন্ডুর খোঁজে দত্তপুকুরের খালে তল্লাশি অভিযান। —নিজস্ব চিত্র।

২৪ ঘণ্টা কেটেছে। এখনও দত্তপুকুরকাণ্ডে নিহত যুবকের মুন্ডু পাওয়া যায়নি। ফলে মৃতের পরিচয়ও এখনও মেলেনি। মঙ্গলবার সকাল থেকেই ধড় থেকে আলাদা করা মুন্ডুর খোঁজে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি করছে বারাসত পুলিশ।

Advertisement

সোমবার উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকার একটি ফাঁকা জমিতে মুন্ডুহীন যুবকের দেহ দেখতে পান কৃষকেরা। জমির পাশে পড়ে ছিল দেহটি। গোটা শরীরে ক্ষতচিহ্ন। উপড়ে নেওয়া হয়েছিল যৌনাঙ্গও। ওই যুবকের হাত-পা বাঁধা ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপ্‌সের প্যাকেটও খুঁজে পায় তারা। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও ওই যুবকের কাটা মুন্ডু মেলেনি।

সেই মুন্ডুর খোঁজে সোমবার থেকেই বিভিন্ন দিকে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সোমবারই এলাকার ছুটি খালে ডুবুরি নামিয়ে মুন্ডুর খোঁজ করেন তদন্তকারীরা। মঙ্গলবারও একই ভাবে খালে ডুবুরি নামানো হল। যদিও এখনও পর্যন্ত কাটা মুন্ডুর হদিস মেলেনি। ঘটনাস্থলে রয়েছেন বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটা মুন্ডু না মেলায় ওই যুবকের পরিচয় জানার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে।

কী ভাবে ওই এলাকায় যুবকের দেহ এল, কারা তাঁকে খুন করল, এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তদন্তকারীদের সূত্রে খবর, ওই এলাকায় সম্প্রতি কোনও যুবক নিখোঁজ হয়েছেন কি না, তা দেখা হচ্ছে। আশপাশের থানা এলাকায় এবং পড়শি জেলার থানাগুলিকেও জানানো হয়েছে বিষয়টি। সেখানকার কোনও যুবক নিখোঁজ কি না, তা জানাতে বলা হয়েছে তাদের। প্রমাণ লোপাটের জন্য যুবকের দেহ সামান্য পুড়িয়েও দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন