TMC-ISF Clash in Bhangar

আবার অশান্ত ভাঙড়! বোমার আঘাতে ঝলসে গেল তৃণমূলকর্মীর হাত, অভিযোগের তির নওশাদের দলের দিকে

মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:২৩
TMC alleged that their worker injured in bomb thrown by ISF personnel in Bhangar

ভাঙড়ে আক্রান্ত তৃণমূলকর্মী কামাল পুরকাইত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। অভিযোগ, নওশাদ সিদ্দিকির দলের কর্মীদের ছোড়া বোমার আঘাতে জখম হয়েছেন এক তৃণমূলকর্মী। ঘাসফুল শিবিরের দাবি, বোমার হামলায় ওই কর্মীর হাতের বেশ কিছু অংশ ঝলসে গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে ভাঙড়ের বানতলা চর্মনগরী এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। তৃণমূল সূত্রে দাবি, সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন কামাল পুরকাইত। এলাকায় তিনি তৃণমূলকর্মী বলে পরিচিত। চালতাবেড়িয়া এলাকায় পুরাতন পাগলা হাটের কাছে তাঁকে লক্ষ্য করে নাকি আচমকাই বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন কামাল।

বিকট শব্দে এলাকাবাসীরা ঘটনাস্থলে আসেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁরা দেখেন কামাল রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। সেই অবস্থা থেকে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, কামালের বাঁ হাতের কিছু অংশ ঝলসে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের উত্তর কাশীপুর থানার পুলিশ।

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। দলীয় নেতা মালেক মোল্লার দাবি, তৃণমূলকর্মীরা এলাকায় অশান্তি ছড়াতে বোমা নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়। আর সেই বিস্ফোরণে কামালের হাতে আঘাত লেগেছে। সোমবারের অশান্তির সঙ্গে আইএসএফের কোনও যোগ নেই বলে দাবি মালেকের।

Advertisement
আরও পড়ুন