Unnatural Death in Howrah

ছাদের রেলিংয়ে রাখা জুতো, বহুতলের নীচে উদ্ধার দেহ! বেলুড়ে কলেজছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য

মৃতার নাম শিপ্রা সিংহ (১৯)। স্থানীয় সূত্রে খবর, বেলুড়ের করালিচরণ রোডের বাসিন্দা তিনি। প্রতিদিনের মতো সোমবার দুপুরে গিরিশ ঘোষ রোডে টিউশন পড়তে গিয়েছিলেন তিনি। সেই বহুতলের নীচ থেকেই উদ্ধার হয় তাঁর দেহ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ২৩:১৫
Unnatural death of a college student in Belur

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার বেলুড়ে। সেখানকার এক বহুতলের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। আত্মহত্যা, না কি ওই ছাত্রীর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

মৃতার নাম শিপ্রা সিংহ (১৯)। স্থানীয় সূত্রে খবর, বেলুড়ের করালিচরণ রোডের বাসিন্দা তিনি। প্রতিদিনের মতো সোমবার দুপুরে গিরিশ ঘোষ রোডে টিউশন পড়তে গিয়েছিলেন তিনি। ওই এলাকার এক বহুতলে থাকেন তাঁর গৃহশিক্ষিকা। বিকেলের দিকে সেই বহুতলের নীচ থেকেই উদ্ধার হয় শিপ্রার দেহ।

তদন্তে এসে পুলিশ দেখে, ওই বহুতলের ছাদে রাখা রয়েছে শিপ্রার বইখাতার ব্যাগ। রেলিংয়ের উপর সাজানো জুতো। পুলিশের প্রাথমিক ধারণা, ছাদ থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন শ্রিপা। তবে কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, আত্মহত্যার নেপথ্যে পড়াশোনার চাপও কারণ হতে পারে। জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পেরেছে, বছর দুয়েক আগে অসুস্থ হয়ে শিপ্রার ছোট বোন মারা যায়। এই মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। সেই থেকে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। তবে সোমবার দুপুরে টিউশনিতে অশান্তির কোনও কারণ ঘটেছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন