Canning Station Incident

টিকিট চাইতে গোসা, গলা টিপে মার মহিলা টিটিই-কে! ক্যানিং স্টেশনে রেলকর্মীর নিরাপত্তা নিয়েই প্রশ্ন

আক্রান্ত টিটিই-র নাম তনুশ্রী রায়। তিনি জানান, বুধবার সকালে ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকাল ক্যানিং স্টেশনে ঢোকার পরে তিনি যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৩:৪৮
Harassment in Canning Station

ক্যানিং স্টেশনে আক্রান্ত টিটিই। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কর্মস্থলে আক্রান্ত কর্মী। কর্তব্য পালন করতে গিয়ে যাত্রীর হাতে প্রহৃত হলেন মহিলা টিকিট পরীক্ষক। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্টেশন। এ নিয়ে বুধবার সকালে শোরগোল স্টেশন চত্বরে।

Advertisement

আক্রান্ত টিটিই-র নাম তনুশ্রী রায়। তিনি জানান, বুধবার সকালে ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকাল ক্যানিং স্টেশনে ঢোকার পরে তিনি যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। বিনা টিকিটে ঘোরা এক ব্যক্তিকে ধরেছিলেন। কিন্তু ধরা পড়তেই ওই ব্যক্তি তাঁর গলা টিপে ধরেন। রেল সূত্রে খবর, মহিলা টিটিই-কে গালাগালি করে গায়েও হাত তোলেন এক ‘যাত্রী।’ তনুশ্রীর অভিযোগ, তাঁকে ধাক্কা মারা হয়েছে। তাঁর গলা টিপে ধরায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এবং অভিযুক্ত তাঁর হাত থেকে পালিয়ে যান।

তনুশ্রী দাবি করেছেন, ক্যানিং স্টেশনে কাজ করতে গিয়ে আগেও তিনি হেনস্থার শিকার হয়েছেন। তবে বুধবারের ঘটনার মতো এতটা আতঙ্কিত আগে কখনও হননি।

টিকিট পরীক্ষককে হেনস্থা করা হয়েছে শুনে রেল পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তকে খুঁজে পায়নি। তার আগেই ওই যাত্রী স্টেশন থেকে পালিয়ে যান। এখন তনুশ্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। রেলকর্মীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই টিটিই এবং তাঁর সহকর্মীরা। ঘটনার নিন্দা জানিয়ে রেল কর্মীদের একাংশ দ্রুত অভিযুক্তকে শনাক্ত এবং তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন