Drowned

মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসে জলে ডুবে মৃত্যু ভাইবোনের

হাসপাতাল সূত্রে খবর মৃত দুই শিশুর নাম, আদিল মণ্ডল (৮) ও রিয়া মণ্ডল (১০)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০২:১৩
স্নান করতে নেমে মৃত্যু।

স্নান করতে নেমে মৃত্যু। —প্রতীকী চিত্র।

বিয়ের অনুষ্ঠানে মাসির বাড়িতে এসেছিল দুই শিশু। তবে অনুষ্ঠানে যোগ দিতে আসাই কাল হল। জলে ডুবে মৃত্যু হল ভাইবোনের। হাসপাতাল সূত্রে খবর মৃত দুই শিশুর নাম, আদিল মণ্ডল (৮) ও রিয়া মণ্ডল (১০)। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের ঘটনা।

Advertisement

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ভাইবোনের বাড়ি বনগাঁর গোপালনগরে। তাদের বাবা-মা কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকার জন্য ওই দুই শিশু থাকত দাদু ও ঠাকুমার কাছে। মাসির দেওরের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে দাদু-দিদার সঙ্গে ভাইবোন গিয়েছিল স্বরূপনগরের বিথারী উত্তর পাড়া গ্রামে। বৃহস্পতিবার সকালে দুই শিশু স্নান করার জন্য স্থানীয় একটি জলাশয়ে নামে। অনেক ক্ষণ পেরিয়ে গেলেও তারা আসছে না দেখে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। বেশ কিছু ক্ষণ পরে ডুবন্ত অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করা হয়। এর পরে দ্রুত স্থানীয় সারাপুল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা দেহ পরীক্ষা করে জানান, দুই শিশুরই মৃত্যু হয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মৃতদের দেহ বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন