বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই চলবে ঝড়বৃষ্টি। ছবি: আনন্দবাজার আর্কাইভ।
বঙ্গোপসাগরের উপর মঙ্গলবার সকালে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমেই এগোচ্ছে স্থলভাগের দিকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস মঙ্গলবার দুপুরে বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, ওই দিন সকালে ওড়িশা উপকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার সংলগ্ন ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে। এই নিম্নচাপ উত্তরে স্থলভাগের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হয়ে উঠবে। এর প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার দক্ষিণের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝড় হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবারও দক্ষিণের সব জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। শুক্রবার দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। আগামী শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদের দু’-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবারের পরে বুধবারও উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। এই তিন জেলার কোনও অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহারের কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের বাকি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারেও হতে পারে ভারী বৃষ্টি।