Abhishek Banerjee

‘ভারতবার্তা’ সেরে দেশে ফিরলেন অভিষেক, বুধে বিদেশমন্ত্রীর বৈঠকে না-থাকার কারণ জানালেন কলকাতা পৌঁছে

বিভিন্ন দেশে কী কী আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে তা জানতে চেয়ে বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০২:০৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

বিদেশ সফর শেষে মঙ্গলবার মধ্যরাতে কলকাতা পৌঁছলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে প্রতিনিধিদলের সদস্যদের বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে অভিষেক জানান, প্রায় ১৫ দিন ধরে পাঁচটি দেশে সফর করেছেন প্রতিনিধিদলের সদস্যরা। সেই দলে তিনিও ছিলেন। বিদেশ সফরে তুলে ধরা হয়েছে ভারতের বার্তা। বিভিন্ন দেশে কী কী আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে তা জানতে চেয়ে বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে। তবে পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকার কারণে সেই বৈঠকে তিনি যোগ দিতে পারবেন না। ইতিমধ্যেই সেই কথা তিনি বিদেশমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছেন। অভিষেক বলেন, ‘‘আমার মতামত আমি লিখিত ভাবে সরকারকে জানাব।’’

প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ ও ভারত-পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদলের সাতটি দল বিভিন্ন দেশে সফর করেছে। অভিষেক সফর করেছেন জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া। এই সব দেশে তিনি জঙ্গি প্রসঙ্গের পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীর নিয়েও আলোচনা করেন।

প্রতিনিধি দলের সদস্য ঠিক করার সময়ে প্রথমে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের নাম। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোন দলের কে যাবে তা কেন্দ্র ঠিক করে দিতে পারে না। তার পরেই মমতাকে ফোন করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অনুরোধ করেন প্রতিনিধি হিসেবে তাঁর ইচ্ছে মতো এক জনের নাম প্রস্তাবের। তৃণমূলের তরফে ইউসুফের বদলে অভিষেকের নাম চূড়ান্ত হয়েছিল।

Advertisement
আরও পড়ুন