UG Admission

রাজ্যে স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু? বিজ্ঞপ্তি জারির সময় জানালেন শিক্ষামন্ত্রী

মঙ্গলবার ব্রাত্য জানালেন, ভর্তির প্রক্রিয়া শুরু করতে দেরি হয়নি। গত বছর ১৯ জুন ভর্তির পোর্টাল‌ খুলেছিল। এ বার তার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ২২:৫৬

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যে কবে শুরু হবে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া? মঙ্গলবার এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, আগামী মঙ্গলবারের মধ্যেই প্রকাশিত হবে ভর্তির বিজ্ঞপ্তি।

Advertisement

গত ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। তার পরে প্রায় এক মাস কাটতে চলেছে। কিন্তু এখন‌ও অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি উচ্চ শিক্ষা দফতর। ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতায় এত দিন আটকে ছিল বিজ্ঞপ্তি। মঙ্গলবার ব্রাত্য জানালেন, ভর্তির প্রক্রিয়া শুরু করতে দেরি হয়নি। গত বছর ১৯ জুন ভর্তির পোর্টাল‌ খুলেছিল। এ বার তার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হবে।

এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও ব্রাত্যকে প্রশ্ন করা হয়। এই বিষয়ে তিনি বলেন, ‘‘এসএসসি নিয়ে বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন। আইন মেনেই নিয়োগ হবে। যা নিয়ম রয়েছে, তা মেনেই হবে।’’

দিন তিনেক আগেই ২০১৬ সালের চাকরিহারাদের নিয়োগের পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি। নতুন পরীক্ষাবিধিতে নানা বদল আনা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নতুন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার মামলা হয় কলকাতা হাই কোর্টে।

Advertisement
আরও পড়ুন