Rajib Kumar

তথ‍্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের পদ থেকে সরলেন রাজীব কুমার, রইলেন শুধু ডিজি পদে

রাজ‍্যপালের অনুমতি নিয়ে দায়িত্ব দেওয়া হল অনুপকুমার আগরওয়ালকে। আপাতত রাজ‍্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে থাকবেন রাজীব।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০২৫ ২২:০৭
রাজীব কুমার।

রাজীব কুমার। —ফাইল চিত্র।

দায়িত্ব কমল রাজীব কুমারের। তথ‍্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল তাঁকে। রাজ‍্যপালের অনুমতি নিয়ে সেই দায়িত্ব দেওয়া হল অনুপকুমার আগরওয়ালকে। আপাতত রাজ‍্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদে থাকবেন রাজীব।

Advertisement

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে রাজ্যের এডিজি (সিআইডি) পদে থাকাকালীন আইপিএস অফইসার রাজীবকে তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। সাধারণ ভাবে ওই পদটি প্রশাসনের অন্দরে আইএএস-দের ‘ক্যাডার পোস্ট’ হিসাবেই চিহ্নিত ছিল।

ঘটনাচক্রে, তথ‍্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদে রাজীবের উত্তরসূরি অনুপকুমারও আইএএস অফিসার। পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব ২০২৩ সালের ডিসেম্বরে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব পেয়েছিলেন। গত বছর লোকসভা ভোট ঘোষণার পরে রাজীবকে ডিজির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোট মিটতেই তাঁকে দায়িত্ব ফিরিয়ে দিয়েছিল নবান্ন।

Advertisement
আরও পড়ুন