Suvendu opposes tour to Kashmir

শুভেন্দুর কাশ্মীর-মন্তব্য নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন? প্রশ্ন শশীর

মুখ্যমন্ত্রীর ঠিক বিপরীত অবস্থান নেন বিরোধী দলনেতা শুভেন্দু। বৃহস্পতিবারই তিনি বলেন, ‘‘কোনও বাঙালি কাশ্মীর যাবেন না।” শুভেন্দুর কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে যান। উত্তরাখণ্ড যান। ওড়িশা যান। প্রাণ আগে।”

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ২০:৫১
AITC ups the ante against Suvendu Adhikari’s Kashmir-Comment, Is LOP of WB opposing the GOI line on Kashmir, Questions Shashi Panja

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কাশ্মীরে ভ্রমণ নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে বিতর্ক বাড়ল বঙ্গের রাজনীতিতে। বিরোধী দলনেতার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিক বৈঠক ডেকে বিস্ময় প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মুখপাত্র শশী পাঁজা। শুভেন্দুর মন্তব্যের নিন্দা তো শশী করলেনই। তার সঙ্গে প্রশ্ন তুললেন, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে কি এই মন্তব্য করেছেন শুভেন্দু?

Advertisement

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বৃহস্পতিবার কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জেরে জম্মু-কাশ্মীরে পর্যটন ধাক্কা খেয়েছে। সেই পরিস্থিতি মেরামত করতে বাংলার মুখ্যমন্ত্রীর সাহায্যও চান ওমর। বাংলা থেকে পর্যটকরা যাতে আবার আগের মতোই কাশ্মীরে বেড়াতে যান, কলকাতায় এসে সেই আর্জিও ওমর জানিয়ে যান। আর্জিতে সাড়া দিয়ে মমতা নিজেও কাশ্মীরে যেতে পারেন বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছিল বৃহস্পতিবার।

এই বিষয়েও মুখ্যমন্ত্রীর ঠিক বিপরীত অবস্থান নেন বিরোধী দলনেতা শুভেন্দু। বৃহস্পতিবারই তিনি বলেন, ‘‘কোনও বাঙালি কাশ্মীর যাবেন না। যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না।” শুভেন্দুর কথায়, ‘‘সচেতন নাগরিক হিসেবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান। হিমাচল প্রদেশে যান। উত্তরাখণ্ড যান। ওড়িশা যান। প্রাণ আগে। সন্তানদের জীবন বাঁচান। নিজের জীবনরক্ষা করুন। মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না।”

শুক্রবার শুভেন্দুর এই মন্তব্যের নিন্দা করতেই শশী সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা বাংলার পর্যটকদের বলছেন, তোমরা কাশ্মীর যেও না। বাংলার পর্যটকরা নিশ্চয়ই এর বিরুদ্ধে দাঁড়াবেন। অনেকে ইতিমধ্যেই পর্যটনে বেরিয়েও পড়েছেন। কাশ্মীরেও তাঁরা গিয়েছেন। সুতরাং বিরোধী দলনেতার কথায় কিছু যায়-আসে না। কিন্তু বিরোধী দলনেতার পদ একটি দায়িত্বশীল পদ। ওই পদে থেকে এই রকম কথা তিনি বলতে পারেন না।’’ শশীর কথায়, ‘‘আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি! কেন্দ্রীয় সরকার কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরার কথা বলছে। কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা উল্টো বলছেন।’’ শশীর প্রশ্ন, ‘‘তা হলে কি কাশ্মীর নিয়ে সব প্রচেষ্টাই বিফল হয়ে গেল? বিরোধী দলনেতা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে এই মন্তব্য করেছেন কি? নিজের দলের অনুমতি নিয়ে বলেছেন কি?’’

শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের জবাবও চেয়েছেন শশী। তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা যে কথা বলেছেন, বিজেপি কি সেটাই চায়? কেন্দ্রীয় সরকার এবং বিজেপি নেতৃত্বও যখন কাশ্মীরে স্বাভাবিকতা ফেরানোর কথা বলছেন, তখন শুভেন্দু অধিকারী এই মন্তব্য কার অনুমতি নিয়ে করলেন? বিজেপির নতুন রাজ্য সভাপতি বিষয়টা স্পষ্ট করুন।’’ রাজ্য বিজেপির তরফে এখনও পর্যন্ত শুভেন্দুর মন্তব্যের পক্ষে বা বিপক্ষে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন