—প্রতিনিধিত্বমূলক ছবি।
চালকল থেকে ভিন্রাজ্যে যাওয়ার পথেই ‘গায়েব’ ২৫ টন গোবিন্দভোগ চাল বোঝাই লরি। অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন চালকল কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকায়।
মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে রয়েছে সংশ্লিষ্ট চালকলটি। চালকলের মালিক সনৎ দত্ত বলেন, ‘‘ঘটনাটি গত ২০ ডিসেম্বরের। সে দিন সন্ধ্যায় পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে একটি লরিতে ২৫ টন গোবিন্দভোগ চাল তোলা হয়েছিল। লরিটি যাচ্ছিল কেরল। কিন্তু গন্তব্যে পৌঁছোয়নি লরিটি। খোঁজ মিলছে না লরিচালকেরও।’’ তিনি আরও জানান, গত ২২ ডিসেম্বর থেকে লরির চালক থেকে লরির মালিকের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। কিন্তু ব্যর্থ হয়েছেন। চাল গায়েব হওয়ার সন্দেহে তিনি লরির নম্বর ধরে খোঁজখবরের চেষ্টা করেছেন। তাতে একটি তথ্য পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।
চালকলের মালিকের দাবি, ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ চাল ছিল লরিটিতে। তিনি জানতে পেরেছেন, যে লরিটি চাল উঠিয়েছিল, তার নম্বরপ্লেট ভুয়ো। গাড়ির মালিকানা সম্পর্কিত তথ্যও ভুল। পরে জানা যায়, ওই নম্বরের আসল গাড়িমালিক এখন হুগলি জেলায় রয়েছেন। এ নিয়ে পরিবহণ সংস্থার মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বিষয়টিকে ‘বড় ভুল’ বলে স্বীকার করেন। তার পরেই পুরো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
পুলিশের অনুমান, এর পিছনে কোনও সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। সেই দিকটি খতিয়ে দেখা হচ্ছে। জেলা রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘‘এর আগেও একাধিক বার চালবোঝাই লরি হাইজ্যাকের ঘটনা ঘটেছে। তবে পুলিশ প্রশাসনের তৎপরতায় সে সব ক্ষেত্রে লরি উদ্ধার সম্ভব হয়েছে।’’ তিনি আশাবাদী, এ বারও পুলিশ দ্রুত চাল এবং লরি উদ্ধার করবে। তিনি আরও জানান, পুলিশ ইতিমধ্যে দু’জনের সন্ধান পেলেও এখনও পর্যন্ত লরির কোনও হদিস মেলেনি।