Electrocuted to death

একই তারে বিদ্যুৎস্পৃষ্ট বাবা-মেয়ে, মৃত দু’জনেই! শোকস্তব্ধ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গ্রাম

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম অরুণ নন্দী এবং বর্ষা নন্দী। পেশায় দর্জি অরুণের বয়স ৫০ বছর। বর্ষা মাত্র ১২ বছরের। মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:২০

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মেয়ের মৃত্যু। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের গদ্ধারপাড় এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম অরুণ নন্দী এবং বর্ষা নন্দী। পেশায় দর্জি অরুণের বয়স ৫০ বছর। বর্ষা মাত্র ১২ বছরের। মন্তেশ্বর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে।

সোমবার রাত থেকেই পূর্ব বর্ধমানে বৃষ্টি হচ্ছে। রাতে ঝোড়ো হাওয়া হয়েছে। ওই ঝড়ে অরুণের এক প্রতিবেশীর বাড়ির বিদ্যুৎ সংযোগের তার খুঁটি থেকে খুলে গিয়ে ঝুলছিল। মঙ্গলবার সকালে অরুণের মেয়ে বর্ষা পাশের বাড়িতে বন্ধুর বাড়িতে যাচ্ছিল। সেই সময় বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাবালিকা। মেয়েকে কাঁপতে দেখে দৌড়ে যান বাবা। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে যান। শুকনো বাঁশ দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বাবা-মেয়েকে উদ্ধার করেন তাঁরা। দু’জনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মৃত বাবা-মেয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এমন একটি দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

Advertisement
আরও পড়ুন