Heavy Rain In Bardhaman

সেতু বিপর্যয়! টানা বৃষ্টিতে ব্যাহত জনজীবন বর্ধমানে

স্থানীয় সূত্রে খবর, ভাতারের বলগোনা ও নিত্যানন্দপুর অঞ্চলের একাংশ প্লাবিত হয়ে গিয়েছে। বলগোনা বাজার সংলগ্ন বিস্তীর্ণ মাঠ জলমগ্ন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ০১:১১

—নিজস্ব চিত্র।

লাগাতার বৃষ্টির জেরে পূর্ব বর্ধমানের ভাতারের নারায়ণপুর গ্রামের কাছে কাঁদরের উপর সেতু প্লাবিত হয়ে যায়। তীব্র জলের স্রোতে সেতুর উপরে রাস্তার একাংশ ভেঙে গিয়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ভাতার কামারপাড়া রোডে। স্থানীয়দের অভিযোগ, নারায়ণপুরে কাঁদরের উপর ওই সেতুতে এই সমস্যা প্রতি বছরই হয়। ফলে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হচ্ছে দীর্ঘ দিন ধরেই। তবুও কোনও সুরাহা মেলেনি। ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী অবশ্য বলেন, “ইতিমধ্যে ওই জায়গায় সেতুর জন্য পূর্ত দফতর থেকে ডিপিআর পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব সত্বর স্থায়ী সেতু নির্মাণের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে।”

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ভাতারের বলগোনা ও নিত্যানন্দপুর অঞ্চলের একাংশ প্লাবিত হয়ে গিয়েছে। বলগোনা বাজার সংলগ্ন বিস্তীর্ণ মাঠ জলমগ্ন। এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোয়ার, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ সফিকুল আলম এবং নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান জুনফিকার আলি।

বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে অবিরাম বৃষ্টি হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলছে বিরামহীন বর্ষণ। কয়েক দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে ভাতারে নারায়নপুর এলাকায় বিঘার পর বিঘা জমি জলমগ্ন হয়ে পড়েছে। জমিতে জমা জলের তোড়ে ভাতার-কামারপাড়া রাস্তার উপর অস্থায়ী সেতু ভেঙে রাস্তার উপর দিয়ে বইছে জল। ফলে ভাতার-কামারপাড়া রাস্তায় একপ্রকার যান চলাচল ব্যাহত। সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এমনকি সময় মতো আশা কর্মীরা সেন্টারে পৌঁছোতে না পারায় নারায়ণপুর সাব-সেন্টার বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকছে। ব্যাহত হচ্ছে মা ও শিশুর টিকাকরণ প্রক্রিয়াও।

স্থানীয় বাসিন্দা সেখ হানিফ এবং সনাতন হালদার বলেন, “ভাতার-কামারপাড়া রাস্তার উপর নারায়ণপুরে অস্থায়ী ভাবে নির্মিত এই সেতু গত বছরও একই রকম ভাবে বৃষ্টিতে জলের তোড়ে ভেঙে যায়। স্থায়ী ভাবে এই সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও তা পুরণ হয়নি। কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে ফের একই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে রাস্তা একপ্রকার বন্ধ।”

Advertisement
আরও পড়ুন