Burglery at Kalna

‘ধার্মিক চোর’! কালনায় দোকানের ক্যাশবাক্স খালি করে গীতার পাতায় গুঁজে দিয়ে গেল ৫০ টাকার নোট

কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফলের দোকান রয়েছে যাদবের। বুধবার গভীর রাতে সেই দোকান-সহ আশপাশের কয়েকটি দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দোকানের ক্যাশবাক্স থেকে সব টাকা হাতিয়ে নিলেও দোকানে থাকা ভগবত গীতায় চোরেরা গুঁজে রেখে গেল ৫০ টাকার নোট। পূর্ব বর্ধমানের কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে এই ঘটনা হয়েছে। এ সব দেখে মালিক যাদব সাহার মন্তব্য, ‘‘ধার্মিক চোর!’’

Advertisement

কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফলের দোকান রয়েছে যাদবের। বুধবার গভীর রাতে সেই দোকান-সহ আশপাশের কয়েকটি দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। যাদব বলেন, “আমার দোকানের ক্যাশবাক্সে থাকা খুচরো পয়সা এবং নগদ টাকা নিয়ে চোরের চম্পট দিয়েছে। তবে আমার দোকানে যে ভগবত গীতা রাখা ছিল, সেটি চোরেরা হস্তগত করেনি। বরং চোরেরা ওই ভগবত গীতার পৃষ্ঠার মধ্যে দোকান থেকে হাতিয়ে নেওয়া ৫০ টাকার একটি ময়লা নোট গুঁজে দিয়ে গিয়েছে।’’ যাদবের দাবি, পাপ খণ্ডাতেই এ সব করেছে চোরেরা।

একই রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় কালনার ব্যবসায়ী মহলে বেশ ক্ষোভ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে কালনা মহকুমা পুলিশ আধিকারিক রাকেশ চৌধুরী বলেন, ‘‘বুধবার রাতে পূর্বস্থলী ও কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তেরা ধরা পড়বে।’’

Advertisement
আরও পড়ুন