Theft

ফাঁকা ফ্ল্যাটে দরজার তালা ভেঙে চুরি! বর্ধমানের গোদায় গ্রেফতার দুই

পুলিশ জানিয়েছে, রেনেসাঁ টাউনশিপে অমিত ঘোষাল নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চুরি হয়। তাঁকে কর্মসূত্রে বাইরে যেতে হয়েছিল। ঘটনার দিন কয়েক আগে তাঁর স্ত্রী দুর্গাপুরে বাপের বাড়িতে গিয়েছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৭
ফাঁকা ফ্ল্যাটে চুরি করে গ্রেফতার দুই।

ফাঁকা ফ্ল্যাটে চুরি করে গ্রেফতার দুই। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দরজার তালা ভেঙে ফ্ল্যাট থেকে টাকা, সোনার গয়না এবং রূপোর কয়েন চুরির ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমান থানার গোদায় রেনেসাঁ টাউনশিপের ঘটনা। ধৃতদের নাম আসাদুল খান ওরফে রানা এবং মুরশেদ শেখ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থানার দুবরাজদিঘির ডাঙাপাড়ায় আসাদুলের বাড়ি। মুরশেদের বাড়ি বর্ধমান থানারই রাজারবাগান কালীতলা এলাকায়। শনিবার ভোরে বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, চুরির ঘটনায় জড়িত থাকার কথা ধৃতেরা কবুল করেছেন। তাঁরা আরও একটি ফ্ল্যাটে চুরি করার পরিকল্পনা ছিল বলেও জানিয়েছেন। ধৃতদের শনিবারই বর্ধমান সিজেএম আদালতে হাজির করানো হয়। চুরির মালপত্র কোথায় জানতে ধৃতদের সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। দু’জনের পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি রেনেসাঁ টাউনশিপে অমিত ঘোষাল নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চুরি হয়। তাঁকে কর্মসূত্রে বাইরে যেতে হয়েছিল। ঘটনার দিন কয়েক আগে তাঁর স্ত্রী দুর্গাপুরে বাপের বাড়িতে গিয়েছিলেন। ১৭ ফেব্রুয়ারি সকালে তাঁরা খবর পান, ফ্ল্যাটের দরজার তালা ভেঙে সেখানে চুরি হয়েছে। বাড়িতে এসে অমিত দেখেন, ফ্ল্যাটের দরজার লক ভাঙা। ঘরের ভিতরে আলমারির লকও ভাঙা। আলমারিতে থাকা জামাকাপড় লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। আলমারিতে থাকা ৩০ হাজার টাকা, সোনার মঙ্গলসূত্র ও রুপোর কয়েকটি কয়েন নিয়ে পালিয়েছে চোর। ওই দিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ বার গ্রেফতার হল চোর।

Advertisement
আরও পড়ুন