First Prize in Lottery

৩৫ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি আউশগ্রামের রাজমিস্ত্রির পত্নী! চান সন্তানদের উচ্চশিক্ষিত করতে

পরিবারে স্বামী-স্ত্রী-সহ সদস্য সংখ্যা চার। ডলির স্বামী ১৫ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন। কষ্টের সংসার। ১৫ কাঠা জমিতে ভাগচাষও করতে হয় তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৪
Lottery

লটারির টিকিট হাতে ডলি বিবি। —নিজস্ব চিত্র।

মাত্র ৩৫ টাকার লটারি টিকিট রাতারাতি বদলে দিল রাজমিস্ত্রির পরিবারের জীবন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার বেলাড়ি গ্রামের বধূ ডলি বিবি পেলেন এক কোটি টাকার পুরস্কার। ওই খবর ছড়িয়ে পড়তেই লটারির টিকিট কাটতে লাইন পড়ে গিয়েছে একটি দোকানে।

Advertisement

শনিবার রাজমিস্ত্রির পত্নী ডলি ডাক্তার দেখাতে গিয়েছিলেন পূর্ব বর্ধমানের গুসকরায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বড়া চৌমাথা মোড়ে একটি লটারি কাউন্টার থেকে ৩৫ টাকা দিয়ে একটি টিকিট কেনেন তিনি। বাড়ি ফিরে রাত সাড়ে ৮টা নাগাদ জানতে পারেন ফলাফল। তার পরেই খুশির হাওয়া রাজমিস্ত্রির পরিবারে। কারণ, লটারির প্রথম পুরস্কার জিতেছেন ডলি।

পরিবারে স্বামী-স্ত্রী-সহ সদস্য সংখ্যা চার। ডলির স্বামী ১৫ বছর ধরে রাজমিস্ত্রির কাজ করেন। কষ্টের সংসার। ১৫ কাঠা জমিতে ভাগচাষও করতে হয় পরিবারকে। স্বামী-স্ত্রী দীর্ঘ মেহনতের পরে বছরের একটি পাকা বাড়ি তৈরি করেছেন। কোটি টাকা জিতে ডলি বলেন, ‘‘এই টাকায় দুই ছেলেমেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করব। ওদের পড়াশোনা আর ভবিষ্যতের কথা ভেবে কিছু জমি কেনার ইচ্ছা রয়েছে।’’

অন্য দিকে, ৩৫ টাকায় ডলি কোটিপতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বড়া চৌমাথা মোড়ের ওই লটারির কাউন্টারেই টিকিট কাটার হিড়িক পড়ে গিয়েছে। ভাগ্য ফেরানোর আশায় ভিড় জমাচ্ছেন প্রচুর মানুষ।

Advertisement
আরও পড়ুন