SSC recruitment case

এসএসসির চাকরিহারা শিক্ষক মুক্তি উচ্চ প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট

এসএসসির চাকরিহারা এক শিক্ষককে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালত জানিয়ে দিল, ওই শিক্ষক উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২০:২৭

—ফাইল চিত্র।

এসএসসির চাকরিহারা এক শিক্ষককে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালত জানিয়ে দিল, ওই শিক্ষক উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে।

Advertisement

এসএসসির ২০১৬ সালের একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছিলেন মুক্তি বিশ্বাস। বেশি সুযোগ-সুবিধা থাকায় তিনি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকতা বেছে নিয়েছিলেন।

গত ৩ এপ্রিল এসএসসির প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি চলে যায় মুক্তিরও। সম্প্রতি তিনি আদালতের দ্বারস্থ হন। মুক্তির আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ১১ জুন বুধবার ওই চাকরিহারাকে মেধার ভিত্তিতে কাউন্সেলিংয়ে সুযোগ দিতে হবে।

আইনি জটিলতায় এত দিনেও ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এখন আদালতের নির্দেশে কাউন্সেলিং চলছে। আগামী ১১ জুনও কাউন্সেলিং হওয়ার কথা। ওই কাউন্সেলিংয়ে সুযোগ চেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন মুক্তি।

Advertisement
আরও পড়ুন