Calcutta High Court

মঙ্গলা হাটের দিনে ওই চত্বরে জমায়েত, মিছিল নয়! নবান্ন অভিযান নিয়ে নির্দেশ হাই কোর্টের

গত বুধবার মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রালের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়। ব্যবসায়ী সমিতির অভিযোগ, সোম এবং মঙ্গলবার হাট বসে। ওই দিন বার বার নবান্ন অভিযান কর্মসূচি হওয়ার ফলে হাটের বেচাকেনা লাটে উঠেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ২৩:৩৩
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সংগ্রামী যৌথ মঞ্চের আগামী সোমবার, ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে। সেই নিয়ে কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, হাট বসার দিনগুলিতে ওই এলাকায় জমায়েত, মিছিল করা চলবে না। এই নির্দেশ অমান্য করলে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

গত বুধবার মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রালের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়। ব্যবসায়ী সমিতির অভিযোগ, সোম এবং মঙ্গলবার হাট বসে। ওই দিন বার বার নবান্ন অভিযান কর্মসূচি হওয়ার ফলে হাটের বেচাকেনা লাটে উঠেছে। গত ৮ জুলাই, মঙ্গলবার এবং ১৪ জুলাই, সোমবার কয়েকটি অরাজনৈতিক সংগঠনের নবান্ন অভিযান ছিল। হাটের দিনে ওই কর্মসূচি হওয়ায় পুজোর মুখে চরম বিপদে পড়েছেন হাটের জামাকাপড় ব্যবসায়ীরা। তাঁরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সেন্ট্রাল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। আশঙ্কা প্রকাশ করা হয়, আগামী ২৮ জুলাই নবান্ন অভিযান হলে ছোট ব্যবসায়ীরা আবার সমস্যার মুখে পড়বেন। তারা রাজ্য পুলিশ এবং প্রশাসনকে পার্টি করে মামলা করেন।

শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি ঘোষ নির্দেশ দেন, হাট বসার দিনগুলিতে কোনও ভাবেই হাট চত্বরে জমায়েত এবং মিছিল করা যাবে না। কেউ যদি এই নির্দেশ অমান্য করেন, তবে তাঁর বিরুদ্ধে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি। সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সাহা জানান, তাঁরা কোনও আন্দোলনের বিরুদ্ধে নয়। তবে হাটের দিনে এ ধরনের কর্মসূচির ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দোকান বন্ধ রাখতে বলা হয়। সে কারণে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন।

Advertisement
আরও পড়ুন