Bengal's Migrant Workers detained

বাংলার পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় কেন আটকে রাখা হয়েছে? একাধিক প্রশ্নের জবাব চাইল কলকাতা হাই কোর্ট

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে হাই কোর্টের নির্দেশ, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার বিষয়ে আদালতের তোলা প্রশ্নগুলি ওড়িশার মুখ্যসচিবকে পাঠাতে হবে। তাঁর জবাব দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:২৮
Calcutta High Court seeks answers of many questions on alleged detention of West Bengal migrant workers in Odisha

—প্রতীকী ছবি।

ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত মামলায় একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইল কলকাতা হাই কোর্ট।

Advertisement

বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে? কিসের ভিত্তিতে আটক করা হয়েছে? কোনও এফআইআর দায়ের হয়েছে কি? আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে? এখন তাঁরা কোথায় রয়েছেন?

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে হাই কোর্টের নির্দেশ, আদালতের এই প্রশ্নগুলো ওড়িশার মুখ্যসচিবকে পাঠাতে হবে। তাঁর জবাব দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

অভিযোগ, ওড়িশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়েছিল। তাঁদের কেউ মালদহ, কেউ মুর্শিদাবাদ, কেউ আবার বীরভূমের বাসিন্দা। বেশ কয়েক দিন ধরে তাঁদের সঙ্গে পরিবারের লোকেরা যোগাযোগ করতে না পারার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। এ বিষয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ওড়িশার মুখ্যসচিবকে চিঠিও লিখেছিলেন। তা নিয়ে টানাপড়েনের আবহে ওড়িশা থেকে বেশ কয়েক জন শ্রমিকের রাজ্যে ফিরে আসার খবর প্রকাশ্যে এসেছিল। কিন্তু সে রাজ্যে আটক হওয়া সকলেই ফিরেছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

তার পর দিল্লিতে বীরভূমের পাইকরের ছ’জন শ্রমিককে আটক করা হয়। বীরভূমের দুই পরিবারের আইনজীবীর বক্তব্য, কাজের জন্যই দিল্লিতে গিয়েছিলেন ওই শ্রমিকেরা। কিন্তু এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁরা এখন কোথায়, তা-ও জানেন না পরিবারের লোকেরা। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাই কোর্টে মামলা হয়।

Advertisement
আরও পড়ুন