College Admission 2025

চালু হল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পোর্টাল! কবে থেকে আবেদন, ক্লাস শুরুই বা কবে?

চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তির পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে বলে জানান ব্রাত্য বসু। নাম দেওয়া হয়েছে ‘বীণা’। শিক্ষার্থীদের যে কোনও প্রশ্নের উত্তর দেবে এই এআই বট।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৫:৪৮
Centralized admission portal for admissions to colleges and universities in West Bengal launched

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পোর্টাল চালু করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চালু হল রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিন্ন পোর্টাল। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে চলতি শিক্ষাবর্ষের জন্য পোর্টাল চালু করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কবে থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা, কবে বার হবে মেধাতালিকা, কবে থেকেই বা ক্লাস শুরু হবে, তা বিস্তারিত জানানো হল।

Advertisement

মঙ্গলবার পোর্টাল চালুর পর সাংবাদিক বৈঠক করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, ১৮ জুন (বুধবার) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন পোর্টালে। পয়লা জুলাই পর্যন্ত প্রথম দফায় নাম নথিভুক্তিকরণ ও আবেদন জানানো যাবে। ৬ জুলাই মেধাতালিকা প্রকাশ করা হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়-ভিত্তিক বিভিন্ন বিষয়ে কারা কারা সুযোগ পেলেন, তার তালিকা জানা যাবে পোর্টালে।

মেধাতালিকা প্রকাশের পরই শুরু হবে ভর্তির প্রক্রিয়া। ২০ জুলাই পর্যন্ত ভর্তির প্রক্রিয়া চলবে বলেও জানানো হয়েছে। তার পরে পড়ুয়াদের সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নথি যাচাইকরণ করাতে হবে। ২৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। পয়লা অগস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

প্রথম দফায় সুযোগ না পেলে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। জানানো হয়েছে, যদি আসন ফাঁকা থাকে, তবে ২ আগস্ট থেকে আবার আবেদনের সুযোগ পাবেন পড়ুয়ারা। সেই প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর।

চলতি শিক্ষাবর্ষে অভিন্ন ভর্তির পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন সহায়তা ব্যবস্থা থাকছে বলে জানান ব্রাত্য। নাম দেওয়া হয়েছে ‘বীণা’। শিক্ষার্থীদের যে কোনও প্রশ্নের উত্তর দেবে এই এআই বট। শুধু তা-ই নয়, আগের বছরের মতো হেল্পলাইন নম্বরও চালু থাকবে। ব্রাত্য জানান, ৪৬০টি কলেজের জন্য এই অভিন্ন ভর্তির পোর্টাল চালু করা হয়েছে। এক জন শিক্ষার্থী সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করতে পারবেন। বিনামূল্যে আবেদনের সুযোগ পাবেন তাঁরা। ব্রাত্য বলেন, ‘‘প্রথমে কোনও কলেজে ভর্তি হওয়ার পর যদি কোনও পড়ুয়া নতুন করে অন্য কলেজে ভর্তি হন, তবে সেখানে ভর্তির টাকা বেশি লাগবে। আগের কলেজ থেকে যতটা বেশি হবে টাকার অঙ্ক, শুধু সেটুকুই দিতে হবে পড়ুয়াদের।’’

অন্য দিকে, গত বারের মতো এ বারও প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া এই পোর্টালের বাইরে থাকবে। পাশাপাশি বিএড, আইন এবং স্বায়ত্তশাসিত কলেজগুলির ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকছে। তারাও এই পোর্টালের বাইরে থাকছে। ওবিসি সংরক্ষণ নিয়ে কোনও সমস্যা হবে না পোর্টালে। এ বিষয়ে ব্রাত্য বলেন, ‘‘ওবিসি নিয়ে যদি ভবিষ্যতে কোনও সমস্যা হয়, তখন আপৎকালীন পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভর্তি তো বন্ধ রাখা যায় না।’’ গত বার ৯ লক্ষ ৪৬ হাজার ৯২১ জনের আবেদনের সুযোগ ছিল। ৭ হাজার ২৩০টি কোর্সে আবেদন করতে পেরেছিলেন পড়ুয়ারা। তবে গত বার ভর্তি হয়েছিলেন ৪ লক্ষ ৪৪ হাজার ১৯০ জন।

উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে ‘সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টাল’। ওই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। এ বছর ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল। কিন্তু তার পরেও এত দিন ভর্তির পোর্টাল চালু করা হয়নি। ওবিসি সংরক্ষণ মামলা বিচারাধীন থাকায় ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না, এমনই দাবি করেছিল শিক্ষা দফতর।

Advertisement
আরও পড়ুন