Weather Update

নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে, বৃষ্টি কমবে দুই বঙ্গেই! তবে সঙ্গে রয়েছে হাওয়া বদলের পূর্বাভাসও

শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। শনি এবং রবিবারও একই আবহাওয়া থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১০:৫৭
Chance of rain reduction in North and South Bengal

নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে। বৃষ্টি কমার সম্ভাবনা। —ফাইল চিত্র।

উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। দিন দুয়েক আগে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। তবে বর্তমানে নিম্নচাপটি ঝাড়খণ্ডে সরে গিয়েছে। যদিও নিম্নচাপের প্রভাবে দু’-তিন দিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও আবার ঝমঝমিয়ে চলছে বর্ষণধারা। রোদের তেজ নেই। আগামী দু’দিন গোটা বাংলায় একই আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে রবিবার থেকে আবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভিজবে কলকাতাও। মৌসুমি অক্ষরেখার প্রভাবেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দু’দিন দক্ষিণের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। শনিবার এবং রবিবারও একই আবহাওয়া থাকবে। বৃষ্টি কম থাকবে। রবিবার থেকে আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী চার-পাঁচ দিন। এর ফলে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের তাই আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দ্রুত এগোচ্ছে বর্ষা। উত্তর আরব সাগরের বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু ঢুকে পড়েছে। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং রাজস্থানের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু’-তিন দিনে পঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখেও ঢুকে পড়বে বর্ষা।

Advertisement
আরও পড়ুন